ঢাকার বেইলী রোডের অগ্নিকান্ডে যুক্তরাষ্ট্র প্রবাসী আতাউর রহমান শামীমের মৃত্যু
- প্রকাশের সময় : ০১:০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ১১৮ বার পঠিত
হককথা রিপোর্ট: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক আওয়ামী লীগ নেতা, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ এডভোকেট আতাউর রহমান শামীম ঢাকার বেইলী রোডের রেস্টুরেন্টে সংগঠিত অগ্নিকান্ডে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান শামীম এক সময় যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ছিলেন। তার স্ত্রী-কন্যা নিউইয়র্কে বসবাস করেন। বর্তমানে তারা দেশে বেড়াতে গেছেন। আতাউর রহমান শামীম নিউইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক গণবাংলা পত্রিকা’র সম্পাদক ছিলেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আতাউর রহমান শামীম একসময় দীর্ঘদিন নিউইয়র্কে সপরিবারে বসবাস করেছেন। অগ্নিকান্ডের ঘটনার সময় সেগুনবাগিচার বাসা থেকে বের হয়ে গ্রিনকজি কটেজ ভবনের দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্টে কফি পান করতে গিয়েছিলেন এডভোকেট আতাউর রহমান শামীম। এসময় অগ্নিকান্ডের ধোয়ার কুন্ডুলিতে পড়ে তিনি মারা যান। বর্তমানে তার স্ত্রী ও একমাত্র কন্যা বাংলাদেশে অবস্থান করছেন বলে জানিয়েছে তার পরিবারের সাথে ঘনিষ্ঠ সূত্র। আতাউর রহমান শামীমের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।