নিউইয়র্ক ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের নিউইয়র্ক আগমন : বিএনপি’র শান্তি সমাবেশ, আ. লীগের বিক্ষোভ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৭ বার পঠিত

# এনসিপি নেতা আখতারকে নাজেহাল, ডিম নিক্ষেপ
# জ্যাকসন হাইটস থেকে একজন গ্রেফতার
# নিরাপত্তার প্রশ্নে দূতাবাস, মিশন ও কনস্যুলেটের দায়িত্বহীনতার অভিযোগ

নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশের অন্তর্বরতী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্ক পৌছেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সোমবার অপরাহ্নে নিউইয়র্কে এসে পৌছে। জেএফকে বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের বাংলাদেশ মিশন প্রধান এবং কনসাল জেনারেল ড. ইউনূসকে স্বাগত জানান। ড. ইউনূস এবারের অধিবেশনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। তার সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির – এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়াও প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক। খবর ইউএনএ’র।
এদিকে ড. ইউনূসের আগমন ঘিরে বিমানবন্দরে স্থানীয় বিএনপির ৫ শতাধিক নেতা-কর্মীরা জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে শন্তি সমাবেশ করেন বলে দলীয় সূত্রে দাবী করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লুর নেতৃত্বে এই সমাবেশ অনুিষ্ঠত হয়।
অপরদিকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেন। ঘটনার সময় জেএফকে থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এনসিপি সদস্যসচিব আখতার হোসেন-কে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা সহ অকথ্য ভাষায় গালিগালাজও করেন। তবে ড. ইউনূস ও তার অপর সঙ্গীরা নিরাপদে গ্র্যান্ড হায়াত হোটেলে ফিরেন এবং সেখানেও হোটেলের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।
জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের পৌছার পর বাংলাদেশ দূতাবাস, মিশন ও কনস্যুলেটের কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের প্রটোকল নিয়ে বিশেষ পথে ড. ইউনূসকে নিয়ে নিরাপদে হোলে নিয়ে যান। কিন্তু তার সফর সঙ্গী বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির – এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির একই সাথে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের লক্ষ্য করে নানা শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এর বিপুল সংখ্যক সমর্থক তাকে দলীয় প্রটোকল দিয়ে নিরাপদে হোটেলে নিয়ে যান। অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের পিছে পিছে এনসিপি নেতা আখতার হোসেন ও ডা. তাসনিম জারা এবং বিএনপি নেতা হুমায়ুন কবির টার্মিনাল থেকে বেরিয়ে আসার সময় আওয়ামী লীগ দলীয় কতিপয় কর্মী এনসিপি নেতা আখতার হোসেন-কে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা সহ অকথ্য ভাষায় গালিগালাজও করেন। এসময় তার কয়েকজন সমর্থক তাকে ঘিরে রেখে গাড়ী পর্যন্ত নিয়ে যায় এবং সবাইকে গাড়ীতে উঠিয়ে দেন। এসময় স্বল্প সংখ্যক বিএনপি নেতাকে মির্জা ফখরুলের আশেপাশে দেখা যায়।
এব্যাপারে কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ মিডিয়াকে বলেন, আমরা যে টার্মিনালে সমাবেশ করেছি সেই টার্মিনাল দিয়ে অথিথিরা আসেননি। এনিয়ে একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের কতিপয় উশৃংখল কর্মী ‘আত্নগোপন;-এ থেকে পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা ঘটায়। যেটা তাদের রাজনীতির চরিত্র।
এদিকে সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস-এর ৭৩ স্ট্রীট থেকে মিজানুর রহমান চৌধুরী নামের একজন যুবলীগ কর্মীকে নিউইয়র্ক সিটি পুলিশ আটক করেছে। তার দেশের বাড়ী সিলেট। সে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন-কে লক্ষ্য করে ডিম ছুড়েছেন বলে একাধিক প্রবাসী অভিযোগ করলেও সিটি পুলিশ এব্যাপারে কোন মন্তব্য করেনি। তবে কারো অভিযোগে পুলিশ তাকে হ্যাডকাফ পরিয়ে গাড়ীতে তুলে নিয়ে যায়। জেএফকে বিমানবন্দরের ভিডিওতে মিজানুর রহমান চৌধুরী-কেই ডিম ছুড়তে দেখা যায়। তবে মিজানকে ডিম নিক্ষেপের অভিযোগে নয়, অন্যকোন অভিযোগে পুলিশ তাকে আটক করেছে বলে দাবী করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
অপরদিকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়টি ‘স্যাবোট্যাজ’ কিনা এমনও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তারা বলছেন যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান আগেই ঘোষণা দিয়েছিলেন যে, ড. ইউনূস যেখানে সেখানেই ‘ভয়ঙ্কর রূপ’ দেখানো হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তারপরও বাংলাদেশ দূতাবাস, মিশন ও কনস্যুলেটের কর্মকর্তারা ড. ইউনূসের সফরসঙ্গীদের ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করলেন না কেন?
এব্যাপারে এক সরকারী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা চেয়েছিলাম প্রধান উপদেষ্টার সাথে তার সফর সঙ্গীদের একই পথে নিয়ে যাওয়ার, কিন্তু প্রটোকরে তা না থাকায় সমস্যা দেখা দেয়।
প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজার সাথে তার সেলফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদনকে জানান, বিষয়টি নিয়ে আমরা বৈঠকে বসবো। পরবর্তীতে জানাবো।
অপর একটি সূত্র জানায়, জেএকে বিমানবন্দরের সকল টার্মিনালেই প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন পর্যায়ে কর্মরত এবং তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক রয়েছে। তারাই টার্মিনালের ভিতরের খবরগুলো বিশেষ করে ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা কখন কোন টার্মিনাল দিয়ে বের হচ্ছেন তা ফাঁস করে দিয়েছেন। ফলে অনাকাঙ্খীত ঘটনা ঘটেছে।
সচেতন প্রবাসীদের অভিমত প্রধান উপদেষ্টাদের সফরসঙ্গীদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার দায়িত্ব বাংলাদেশ দূতাবাস, মিশন ও কনস্যুলেটের। এক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তিও দাবী করেছেন।

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের নিউইয়র্ক আগমন : বিএনপি’র শান্তি সমাবেশ, আ. লীগের বিক্ষোভ

প্রকাশের সময় : ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

# এনসিপি নেতা আখতারকে নাজেহাল, ডিম নিক্ষেপ
# জ্যাকসন হাইটস থেকে একজন গ্রেফতার
# নিরাপত্তার প্রশ্নে দূতাবাস, মিশন ও কনস্যুলেটের দায়িত্বহীনতার অভিযোগ

নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশের অন্তর্বরতী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্ক পৌছেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সোমবার অপরাহ্নে নিউইয়র্কে এসে পৌছে। জেএফকে বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের বাংলাদেশ মিশন প্রধান এবং কনসাল জেনারেল ড. ইউনূসকে স্বাগত জানান। ড. ইউনূস এবারের অধিবেশনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। তার সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির – এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়াও প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক। খবর ইউএনএ’র।
এদিকে ড. ইউনূসের আগমন ঘিরে বিমানবন্দরে স্থানীয় বিএনপির ৫ শতাধিক নেতা-কর্মীরা জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে শন্তি সমাবেশ করেন বলে দলীয় সূত্রে দাবী করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লুর নেতৃত্বে এই সমাবেশ অনুিষ্ঠত হয়।
অপরদিকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেন। ঘটনার সময় জেএফকে থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এনসিপি সদস্যসচিব আখতার হোসেন-কে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা সহ অকথ্য ভাষায় গালিগালাজও করেন। তবে ড. ইউনূস ও তার অপর সঙ্গীরা নিরাপদে গ্র্যান্ড হায়াত হোটেলে ফিরেন এবং সেখানেও হোটেলের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।
জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের পৌছার পর বাংলাদেশ দূতাবাস, মিশন ও কনস্যুলেটের কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের প্রটোকল নিয়ে বিশেষ পথে ড. ইউনূসকে নিয়ে নিরাপদে হোলে নিয়ে যান। কিন্তু তার সফর সঙ্গী বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির – এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির একই সাথে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের লক্ষ্য করে নানা শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এর বিপুল সংখ্যক সমর্থক তাকে দলীয় প্রটোকল দিয়ে নিরাপদে হোটেলে নিয়ে যান। অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের পিছে পিছে এনসিপি নেতা আখতার হোসেন ও ডা. তাসনিম জারা এবং বিএনপি নেতা হুমায়ুন কবির টার্মিনাল থেকে বেরিয়ে আসার সময় আওয়ামী লীগ দলীয় কতিপয় কর্মী এনসিপি নেতা আখতার হোসেন-কে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা সহ অকথ্য ভাষায় গালিগালাজও করেন। এসময় তার কয়েকজন সমর্থক তাকে ঘিরে রেখে গাড়ী পর্যন্ত নিয়ে যায় এবং সবাইকে গাড়ীতে উঠিয়ে দেন। এসময় স্বল্প সংখ্যক বিএনপি নেতাকে মির্জা ফখরুলের আশেপাশে দেখা যায়।
এব্যাপারে কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ মিডিয়াকে বলেন, আমরা যে টার্মিনালে সমাবেশ করেছি সেই টার্মিনাল দিয়ে অথিথিরা আসেননি। এনিয়ে একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের কতিপয় উশৃংখল কর্মী ‘আত্নগোপন;-এ থেকে পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা ঘটায়। যেটা তাদের রাজনীতির চরিত্র।
এদিকে সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস-এর ৭৩ স্ট্রীট থেকে মিজানুর রহমান চৌধুরী নামের একজন যুবলীগ কর্মীকে নিউইয়র্ক সিটি পুলিশ আটক করেছে। তার দেশের বাড়ী সিলেট। সে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন-কে লক্ষ্য করে ডিম ছুড়েছেন বলে একাধিক প্রবাসী অভিযোগ করলেও সিটি পুলিশ এব্যাপারে কোন মন্তব্য করেনি। তবে কারো অভিযোগে পুলিশ তাকে হ্যাডকাফ পরিয়ে গাড়ীতে তুলে নিয়ে যায়। জেএফকে বিমানবন্দরের ভিডিওতে মিজানুর রহমান চৌধুরী-কেই ডিম ছুড়তে দেখা যায়। তবে মিজানকে ডিম নিক্ষেপের অভিযোগে নয়, অন্যকোন অভিযোগে পুলিশ তাকে আটক করেছে বলে দাবী করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
অপরদিকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়টি ‘স্যাবোট্যাজ’ কিনা এমনও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তারা বলছেন যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান আগেই ঘোষণা দিয়েছিলেন যে, ড. ইউনূস যেখানে সেখানেই ‘ভয়ঙ্কর রূপ’ দেখানো হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তারপরও বাংলাদেশ দূতাবাস, মিশন ও কনস্যুলেটের কর্মকর্তারা ড. ইউনূসের সফরসঙ্গীদের ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করলেন না কেন?
এব্যাপারে এক সরকারী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা চেয়েছিলাম প্রধান উপদেষ্টার সাথে তার সফর সঙ্গীদের একই পথে নিয়ে যাওয়ার, কিন্তু প্রটোকরে তা না থাকায় সমস্যা দেখা দেয়।
প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজার সাথে তার সেলফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদনকে জানান, বিষয়টি নিয়ে আমরা বৈঠকে বসবো। পরবর্তীতে জানাবো।
অপর একটি সূত্র জানায়, জেএকে বিমানবন্দরের সকল টার্মিনালেই প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন পর্যায়ে কর্মরত এবং তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক রয়েছে। তারাই টার্মিনালের ভিতরের খবরগুলো বিশেষ করে ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা কখন কোন টার্মিনাল দিয়ে বের হচ্ছেন তা ফাঁস করে দিয়েছেন। ফলে অনাকাঙ্খীত ঘটনা ঘটেছে।
সচেতন প্রবাসীদের অভিমত প্রধান উপদেষ্টাদের সফরসঙ্গীদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার দায়িত্ব বাংলাদেশ দূতাবাস, মিশন ও কনস্যুলেটের। এক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তিও দাবী করেছেন।