নিউইয়র্কে ‘প্রবাসী নাগরিক সমাজ’ এর প্রত্যাশা
ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকারের গণতন্ত্রে ফিরবে

- প্রকাশের সময় : ১২:০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ১৪৮ বার পঠিত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় পূরণে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতার সংকল্পে নিউইয়র্কে প্রবাসীরা সমাবেশ করেছেন। গত ১২ আগষ্ট সোমবার নিউইয়র্ক সিটির উডসাইডের মাদানি মসজিদ প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করে ‘প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ, ইউএসএ’ নামক একটি সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও মূলধারার রাজনীতিক, বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল এবং বিশেষ অতিথির ব ভাসানী ফাউন্ডেশনের সভাপতি, সাবেক ছাত্রনেতা আলী ইমাম শিকদার।
বিএনপি নেতা সালেহ আহমেদ মানিকের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট দেলোয়ার হোসেন শিপন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউটিউবার ইলিয়াস হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নূর আমিন, জাকির হোসেন জুয়েল, খলকুর রহমান, সাঈদুর রহমান ডিউক, মোহাম্মদ আতিকুল্লাহ, মো. আরিফ হোসেন, আমির হোসেন বাবু, হিরক আহমেদ, কাজী শফিকুল প্রমুখ।
সভায় বক্তারা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় সক্ষম হবে তথা অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী পুরো রাষ্ট্রকে সংস্কার করা সম্ভব হবে বলে আশা পোষণ করেন। এবং এজন্য প্রবাস থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন প্রবাসী বাংলাদেশীরা।
সভার শুরুতে বিশেষ মোনাজাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। সমাবেশে মসজিদের মুসল্লী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।