ডা. মুকিত পরিবারের পুত্র মুন্তাজিম ডাক্তার হলেন

- প্রকাশের সময় : ০৫:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
- / ৫৭৮ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্কের পরিচিত মুখ, বিশিষ্ট চিকিৎসক দম্পতি ডা. মোহাম্মদ মুকিত ও ডা. সোমা মুকিতের একমাত্র পুত্র সন্তান মুন্তাজিম মুকিত ডাক্তার হয়েছেন। তিনি চলতি বছর নিউইয়র্কের সুনামধন্য স্ট্রনি ব্রুক স্কুল অব মেডিসিন থেকে ডাক্তারী পাশ করার পর একই শিক্ষা প্রতিষ্ঠানের টেকনিক হাসপাতালে ক্যাটাগরিক্যাল জেনারেল সার্জারীতে রেসিডেন্সী করেন এবং ইউনিভার্সিটি অব টেনেসী মেমপিস থেকে ইন্টারগেট প্লাসটিক সার্জারীতে রেসিডেন্সী করছেন।
১৯৯০ সালের ১১ আগষ্ট জন্মগ্রহণকারী ডা. মুন্তাজিম মুকিত ছাত্র জীবনে থমাস হান্টার অ্যাওয়ার্ড, এসইউএনওয়াই চ্যান্সেলর অ্যাওয়ার্ড, স্ট্রনি ব্রুক ইউনিভাসিটি ওয়ার্ড মেলভিল ভ্যালেডিক্টোরিয়ান অ্যাওয়ার্ড ও মের্ক অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স সম্মাণনা লাভ করেন। ব্যক্তিগত জীবনে ডা. মুন্তাজিব ভ্রমন ছাড়াও পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসেন। এছাড়াও সঙ্গীত প্রিয় মুন্তাজিম ছবি দেখতে আর নতুন খাবার খেতে পছন্দ করেন।
উল্লেখ্য, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান ডা. মুকিত দম্পতির একমাত্র কন্যা তানিয়া মুকিত নিউইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষার্থী।