নিউইয়র্ক ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ডা. বর্ণালী ও ডা. মাহফুজুল হাসানের জ্যামাইকা অফিসে দোয়া মাহফিল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০১৬
  • / ৭৭৩ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ও জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডা. বর্ণালী হাসান ও ডা. মাহফুজুল হাসানের জ্যামাইকা অফিসে বার্ষিক দোয়া মাহফিল হয়েছে। গত ২৭ নভেম্বর রোববার বাদ জোহর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জ্যামাইকার ১৭০-০৯ হিলসাইড এভিনিউ ঠিকানায় অবস্থিত অফিসে দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম আলহাজ মওলানা মির্জা আবু জাফর বেগ। এসময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাপাফ-এর সাবেক সভাপতি এবং ওয়েলকেয়ার-এর সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, বিশিষ্ট রাজনীতিক আলী হোসেন সহ শাহানা বেগম, মাহমুদা খাতুন শেফালী প্রমুখ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
dr-bornali-office-milad-pic-2ডা. বর্ণালী হাসান ও ডা. মাহফুজুল হাসান দোয়া মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে বিশেষ দোয়ার পূর্বে মওলানা মির্জা আবু জাফর বেগ বলেন, চিকিৎসা সেবা মহান পেশা। মহানবী হযরত মোহাম্মদ (সা:) চিকিৎসকদের পছন্দ করতেন, ভালোবাসতেন। তিনি বলেন, মহানবী মানুষের যেকোন চিকিৎসায় চিকিৎসকের কাছ থেকে সেবা নেয়ার কথা বলেছেন।
dr-bornali-office-milad-pic-3উল্লেখ্য, ডা. বর্ণালী হাসান একজন ইন্টারনাল মেডিসিন চিকিৎসক। অপরদিকে ডা. মাহফুজুল হাসান একজন জেনারেল ডেন্টিস্ট। দক্ষ চিকিৎসক হিসেবে দেশী-বিদেশী রোগীদের কাছে উভয়ের যথেষ্ট সুনাম রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে চিকিৎসা সেবায় জড়িত রয়েছেন। জ্যামাইকা ছাড়াও নিউইয়র্কের সানি সাইডে তাদের আরো একটি অফিস (৪০-১৪ গ্রীণপয়েন্ট এভিনিউ) রয়েছে। অফিস ও পেশার সাফল্য, আত্বীয়-স্বজন আর রোগীদের কল্যাণের জন্য প্রতিবছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ডা. বর্ণালী ও ডা. মাহফুজুল হাসানের জ্যামাইকা অফিসে দোয়া মাহফিল

প্রকাশের সময় : ১১:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০১৬

নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ও জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডা. বর্ণালী হাসান ও ডা. মাহফুজুল হাসানের জ্যামাইকা অফিসে বার্ষিক দোয়া মাহফিল হয়েছে। গত ২৭ নভেম্বর রোববার বাদ জোহর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জ্যামাইকার ১৭০-০৯ হিলসাইড এভিনিউ ঠিকানায় অবস্থিত অফিসে দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম আলহাজ মওলানা মির্জা আবু জাফর বেগ। এসময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাপাফ-এর সাবেক সভাপতি এবং ওয়েলকেয়ার-এর সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, বিশিষ্ট রাজনীতিক আলী হোসেন সহ শাহানা বেগম, মাহমুদা খাতুন শেফালী প্রমুখ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
dr-bornali-office-milad-pic-2ডা. বর্ণালী হাসান ও ডা. মাহফুজুল হাসান দোয়া মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে বিশেষ দোয়ার পূর্বে মওলানা মির্জা আবু জাফর বেগ বলেন, চিকিৎসা সেবা মহান পেশা। মহানবী হযরত মোহাম্মদ (সা:) চিকিৎসকদের পছন্দ করতেন, ভালোবাসতেন। তিনি বলেন, মহানবী মানুষের যেকোন চিকিৎসায় চিকিৎসকের কাছ থেকে সেবা নেয়ার কথা বলেছেন।
dr-bornali-office-milad-pic-3উল্লেখ্য, ডা. বর্ণালী হাসান একজন ইন্টারনাল মেডিসিন চিকিৎসক। অপরদিকে ডা. মাহফুজুল হাসান একজন জেনারেল ডেন্টিস্ট। দক্ষ চিকিৎসক হিসেবে দেশী-বিদেশী রোগীদের কাছে উভয়ের যথেষ্ট সুনাম রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে চিকিৎসা সেবায় জড়িত রয়েছেন। জ্যামাইকা ছাড়াও নিউইয়র্কের সানি সাইডে তাদের আরো একটি অফিস (৪০-১৪ গ্রীণপয়েন্ট এভিনিউ) রয়েছে। অফিস ও পেশার সাফল্য, আত্বীয়-স্বজন আর রোগীদের কল্যাণের জন্য প্রতিবছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।