টেক্সাসে সড়ক দূর্ঘটনায় নিউইয়র্কের সৌরভ দম্পতি নিহত ॥ প্রবাসী টাঙ্গাইলবাসীদের মাঝে শোকের ছায়া
- প্রকাশের সময় : ১০:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০১৬
- / ৭৬৩ বার পঠিত
নিউইয়র্ক: টেক্সাসে এক সড়ক দূর্ঘটনায় নিউইয়র্ক সিটির কুইন্স বরোর এলমহার্সে বসবাসকারী বাংলাদেশী সৌরভ দম্পতি নিহত হয়েছেন। এই দূর্ঘটনায় আরো একজন নিহত এবং সৌরভ দম্পতির পুত্র সাদাব সৌরভ সহ আরো দু’জন গুরুতর আহত হয়ে হাসাপতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৭ আগষ্ট শনিবার রাতে সড়ক দূর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এদিকে সৌরভ দম্পতির নিহতের ঘটনায় নিউইয়র্ক প্রবাসী টাঙ্গাইলবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ ও প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র নেতৃবৃন্দ তাদের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা এবং বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।
টেক্সাস থেকে পাওয়া খবরে জানা গেছে, স্থানীয় নরম্যানগির কাছে হাইওয়ে ৩০ এর উপর শনিবার রাত ১০টা ১৭ মিনিটে সড়ক দূর্ঘটনাটি ঘটে। ঘটনার সময় দুটি কারের মধ্যে সংঘর্ষ হয়। এতে মাহবুবুল সৌরভ (৫৭) ও তার স্ত্রী সাফিনা সৌরভ (৪৮) এবং অপর কারের আরোহী কার্লজ লোপেজ (২৭) নামে একজন নিহত হন। এই ঘটনায় সৌরভ দম্পতির পুত্র সাদাব সৌরভ (২৩) সহ অপর কারের আরো আরোহী লাউরা ওলভেরা (২৪) গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। দ্য টেক্সাস ডিপার্টমেন্ট অব সেফটি ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনাটির তদন্ত চলছে।
জানা যায়, নতুন কর্মস্থলে যোগাদানের জন্য মাহবুবুল সৌরভ সপরিবারে টেক্সাস যাচ্ছিলেন বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র সভাপতি দেওয়ান আমিনুর রহমান। সৌরভের ছোট ভাই রুহুনুল ইসলাম রুহেল নিউইয়র্ক ছেড়ে গত কয়েক বছর ধরে টেক্সাসে বসবাস করছেন।
নিহত সৌরভ দম্পতির বাড়ী টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তাদের অকাল মৃত্যুতে টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র সভাপতি দেওয়ান আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক এবং প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র অন্যতম উপদেষ্টা আশেক খন্দকার শামীম, সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান গভীর শোক ও সমবেদনা এবং বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।
এছাড়াও হককথা ডটকম-এর সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সৌরভ দম্পতির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাদের বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।