টেক্সাসে এক বাংলাদেশীকে হত্যার অভিযোগে আরেক বাংলাদেশী মৃত্যু দন্ডাদেশ নিয়ে কারাগারে

- প্রকাশের সময় : ০৬:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ৪৮ বার পঠিত
হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টনে এক বাংলাদেশীকে হত্যার অভিযোগে আরেক বাংলাদেশী আদালতের রায়ে মৃত্যু দন্ডাদেশ নিয়ে প্রায় ৩১ বছর ধরে কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনার খবরে বাংলাদেশী কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি জনমনে নানা প্রশ্নও উঠেছে। জানা গেছে হিউস্টনের একটি কনভিনিয়েন্স স্টোরে মোহাম্মদ হাসান ও সৈয়দ রাব্বী নামের দুই বাংলাদেশী কাজ করছেন। সেখানে কাজ করার এক পর্যায়ে সৈয়দ রাব্বীর হামলায় মোহাম্মদ হাসান হত্যার শিকার হন। ২৮ বছর বয়সী সহকমী মোহাম্মদ হাসানকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সৈয়দ রাব্বানী ১৯৮৮ সাল থেকে কারাগারে আছেন। পরবর্তীতে ১৯৯৪ সালে দায়ের করা রাব্বানীর প্রাথমিক আপিলটি প্রায় ৩০ বছর ধরে বিচারাধীন রয়েছে।
জানা যায়, হিউস্টনের হ্যারিস কাউন্টি ডিষ্ট্রিক্ট ক্লার্কের অফিস আপিলটি পুনরায় আবিষ্কার করে এবং ২০২২ সালে পর্যালোচনার জন্য ফৌজদারি আপিল আদালতে প্রেরণ করে। পরবর্তীতে ২০২৩ সালের নভেম্বরে, টেক্সাসের সর্বোচ্চ ফৌজদারি আদালত মোহাম্মদ হাসানকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে সৈয়দ রব্বানী-কে মৃত্যুদÐের রায় দেন। সৈয়দ রব্বানী বর্তমানে কারাগারেই আছেন বলে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে।