টাঙ্গাইল সোসাইটির সংগঠক স্বপনের ইন্তেকাল

- প্রকাশের সময় : ০৮:৩০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
- / ৯৩৫ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির এমটিএ-তে কর্মরত, বাংলাদেশী কমিউনিটি বিশেষ করে প্রবাসী টাঙ্গাইলবাসীদের পরিচিত মুখ, বিশিষ্ট সংগঠক, সমাজসেবক, বাংলাদেশের শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের টাঙ্গাইল শাখার সাবেক সংগঠন শামীম আল মামুন স্বপন (৪৬) আর নেই (ইন্নল্লিাহি…….রাজেউন)। ১৪ জুলাই শুক্রবার আনুমানিক ভোর ৩/৪টার দিকে নিজ গৃহে (১৫৩-৩৬, ৭৩ এভিনিউ, কুইন্স, নিউইয়র্ক) ঘুমন্ত অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, ভাই-বোন সহ অনেক গুনগুাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় এবং টাঙ্গাইল শহরের সাবালিয়ায় তাদের স্থায়ী বসবাস। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠনের একজন সক্রিয় কর্মকর্তা হিসেবে প্রথম থেকেই সংগঠনের যুক্ত ছিলেন। তার অকাল মৃত্যুতে টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র পক্ষ থেকে মরহুমের বিদেহী আতœার শান্তি এবং রুহের মাগফেরাত কামনায় সকল প্রবাসী বাংলাদেশীর দোয়া কামনা করা হয়েছে।
মরহুম শামীম আল মামুন স্বপনের নামাজে জানাজা ১৫ জুলাই শনিবার সকাল ১১টায় জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় শরীক হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য ঐক্যবদ্ধ প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন ‘টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র যৌথ আহ্বায়ক দেওয়ান আমিনুর রহমান ও মোজাম্মেল হক এবং যৌথ সদস্য সচিব শাহীনুর রহমান ও তারিকুল ইসলাম বিশেষ অনুরোধ জানিয়েছেন। তারা স্বপনের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। জানাজা শেষে মরহুম স্বপনের মরদেহ নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শামীম আল মামুন স্বপন ৯০ দশকের শেষের দিকে ডিভি লটারী জয়ী হয়ে যুক্তরাষ্ট্রে আগমন করেন। তিনি স্ত্রী-পুত্রদের নিয়ে প্রথমে নিউইয়র্ক সিটির কুইন্সের উডসাইড এবং পরবর্তীতে ফ্লাশিং এলাকায় বসবাস করছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে প্রবাসী টাঙ্গাইলবাসীরা তার বাসায় গিয়ে গভীর শোক প্রকাশ করেন এবং স্ত্রী-পুত্রদের শান্তনা দেন।
এদিকে শামীম আল মামুন স্বপনের আকস্মিক ইন্তেকালে সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকা’র সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বিশিষ্ট সংগঠক আশেক খন্দকার শামীম, মিজানুর রহমান খান আপেল, হককথা.কম-এর সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।