টাঙ্গাইল সোসাইটির কর্মকর্তা মোহাম্মদ শিহাবউদ্দিন হাসপাতালে

- প্রকাশের সময় : ০৪:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭
- / ৯২৫ বার পঠিত
নিউইয়র্ক: এনওয়াইপিডি ট্রাফিক এনফোর্সমেন্টে কর্মরত, টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র অন্যতম কর্মকর্তা মোহাম্মদ শিহাবউদ্দিন আসুস্থ্য হয়ে জ্যামাইকা মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো দিকে। পরিপূর্ণ সুস্থ্য হতে তিনি সবার দোয়া কামনা করেছেন। খবর ইউএনএ’র।
মোহাম্মদ শিহাবউদ্দিন বুধবার জানান, গত ২৭ মে শনিবার সকাল ৯টার দিকে কুইন্সের হলিস এলকায় দায়িত্বপালনকালীন সময় লিবার্টি এভিনিউ থেকে ১৮৩ ষ্ট্রীটে মোড় নেয়ার সময় আকস্মিক চোখে অন্ধকার দেখেন এবং নিজের অজান্তেই রাস্তার পাশে পার্ক করা ২/৩টি গাড়ীতে আঘাত করে উল্টো দিকে একটি বাড়ীর দেয়ালে গিয়ে তার গাড়ীটি আঘাত করে। ঘটনার সময় কি হচ্ছে তা তিনি কিছুই বুঝতে পারছিলেন। ঘটনার পর এলাকাবাসী তার সাহায্যে এগিয়ে আসেন এবং ৯১১-এ কল করলে দ্রুত অ্যাম্বুলেন্স এসে তাকে দ্রুত জ্যামাইকা মেডিক্যাল সেন্টারের জরুরী বিভাগে নিয়ে যায়। খবর পেয়ে এসময় এনওয়াইপিডি ট্রাফিক এনফোর্সমেন্টের কর্মকর্তারাও ঘটনা স্থলে ছুটে আসেন।
চিকিৎসকের বরাত দিয়ে মোহাম্মদ শিহাবউদ্দিন ইউএনএ প্রতিনিধিকে আরো জানান, দূর্ঘটনার সময় তিনি মাইল্ড স্টোকের শিকার হলেও তাৎক্ষনিক চিকিৎসার ফলে বিপদ কেটে যায়। তবে তার ঘাড় ও ডান হাতে ব্যথা রয়েছে। এজন্য তার চিকিৎসা চলছে এবং প্রয়োজনে থেরাপী নিতে হতে পারে। তিনি জ্যামাইকা মেডিক্যাল সেন্টারের ৫ম তলায় অবস্থান করছেন। তার কক্ষ নং ৫২৫। তার দেশের বাড়ী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ৬ নং দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমূল গ্রামে।
এদিকে টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র অন্যতম আহ্বায়ক দেওয়ান আমিনুর রহমান ৬ জুন মঙ্গলবার বিকেলে মোহাম্মদ শিহাবউদ্দিনকে দেখতে হাসপাতালে যান এবং তার অবস্থার খোঁজখবর নেন। এছাড়া মোহাম্মদ শিহাবউদ্দিনের বন্ধু-বান্ধব ও বিভাগীয় কর্মকর্তারা তাকে দেখতে হাসপাতালে যান। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।