টাঙ্গাইল কল্যাণ ট্রাষ্ট্রের উদ্যোগে এক বছরে ৭৮ জনের চোখ অপারেশন

- প্রকাশের সময় : ০৭:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
- / ৬৫২ বার পঠিত
নিউইয়র্ক: টাঙ্গাইল কল্যাণ ট্রাষ্ট-এর উদ্যোগে গত এক বছরে টাঙ্গাইল জেলার গরীব ৭৮জন নর-নারীর চোখের অপারেশন (ছানি) করা হয়েছে। জেলার বিভিন্ন ক্লিনিকের সহযোগিতায় এই অপারেশন সম্পন্ন করা হয়।
ট্রাষ্ট্রের অন্যতম সমন্বয়কারী মোহাম্মদ মিজানুর রহমান খান আপেল ইউএনএ প্রতিনিধিকে জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার কতিপয় প্রবাসীর উদ্যোগে বিগত ২০০৮ সাল থেকে টাঙ্গাইল কল্যাণ ট্রাষ্ট-এর কর্মকান্ড শুরু হয়। জেলার অভ্যন্তরে গবীর মানুষের কল্যাণে কাজ করাই এই ট্রাষ্ট্রের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে জেলার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ বৃত্তি প্রদান করা হয়। খবর ইউএনএ’র।
মিজানুর রহমান খান আপেল আরো জানান, বর্তমানে অর্ধশত প্রবাসী এই কল্যাণ ট্রাষ্ট্রের মহতি উদ্যোগের সাথে সম্পৃক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বেশ কিছু প্রবাসী টাঙ্গাইলবাসীও এর সদস্য। টাঙ্গাইল কল্যাণ ট্রাষ্ট্রের কর্মকান্ডে উদ্দীপ্ত হয়ে বিভিন্ন দেশ থেকে আরো অনেক টাঙ্গাইলবাসী যোগাযোগ করছেন এবং এই কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাষ্ট্রের প্রাথমিক সদস্য হতে সংশ্লিস্ট ব্যক্তিকে বার্ষিক ১২০ ডলার (মাসিক ১০ ডলার) চাঁদা পরিশোধ করতে হয়। এছাড়া যেকোন অংকের অনুদান প্রদানের সুযোগ রয়েছে।