টাইম টেলিভিশনের কিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিলে কমিউনিটির মিলনমেলা

- প্রকাশের সময় : ০২:৪০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ১৬১ বার পঠিত
হককথা ডেস্ক : মাহে রমজান উপলক্ষে টাইম টেলিভিশনের উদ্যোগে মাসব্যাপী আয়োজিত কিরাত প্রতিযোগিতা ‘লাইট অব দ্যা কুরআন’ এর চূড়ান্ত পর্ব এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কিরাত প্রতিযোগিতা প্রায় অর্ধশত প্রতিযোগীর মধ্যে বিভিন্ন রাউন্ড শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দারুল উলুম নিউয়র্কের শিক্ষার্থী আহনাফ তাহমিদ রাফিদ।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণ উপলক্ষে গত ১৫ এপ্রিল শনিবার অপরাহ্নে এস্টোরিয়ার একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহনে অনুষ্ঠানটি কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়। নানা শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ছাড়াও মূলধারার জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা যোগ দিয়ে টাইম টেলিভিশনের এই আয়োজনের ভূঁয়শী প্রশংসা করেন। খবর ইউএনএ’র।
নিউয়র্কে বসবাসরত মুসলিম কমিউনিটির শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কুরআনের চর্চা ও শিক্ষা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রথমবারের মত রমজান মাসজুড়ে কিরাত প্রতিযোগিতার আয়োজন করে টাইম টেলিভিশন কর্তৃপক্ষ।
এতে নিউয়র্ক সিটির ৫টি বুরো থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। ৫টি পর্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ৪টিই অনুষ্ঠিত হয় টাইম টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে।
চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১৭ জন প্রতিযোগী শনিবার অনুষ্ঠানের মূল মঞ্চে পারফরম্যান্স করেন। বিচারকদের মূল্যায়নে প্রতিযোগিতায় দ্বিতীয় পুরষ্কার লাভ করেছে ওজন পার্কস্থ আল আমান মসজিদ-এর রাকিন হোসাইন, তৃতীয় হয়েছে ব্রঙ্কসস্থ কুরআন একাডেমি ফর ইয়ং স্কলার্স-এর মেহরুন এম মোনওয়ারা, চতুর্থ স্থান লাভ করে আন নূর মাসজিদ-এর সাদমান ইশরাক, পঞ্চম হয়েছে প্যাট্টিকা এ ডিচিয়ারো স্কুলের জাকিরাহ চৌধুরী এবং ষষ্ঠ পুরষ্কার লাভ করেছেন ব্রঙ্কসে পার্কচেস্টার ইসলামিক সেন্টার-এর আসফিয়া আয়েশা।
ফলাফল ঘোষণা ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন টাইম টেলিভিশন-এর সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহের। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাকারিয়া মাহমুদ, ইব্রাহিম কামারা ও মোহাম্মদ ইয়াসিন নাকিব। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ফুলের তোড়া, সার্টিফিকেট ও পুরষ্কার হিসেবে অর্থের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন ল্যু ও জেসিকা রামোস, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. শওকত আলী, বিশিষ্ট সাংবাদিক মাহমুদ খান তাসের, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাবেক সভাপতি নার্গিস আহমেদ, ডা. মাসুদুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আজিমুর রহমান বুরহান, সৈয়দ আল আমীন রাসেল, ফিরোজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) এর পক্ষ থেকে ফ্রি কোরআন শরীফ বিতরণ করা হয়।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন মুফতি মোহাম্মদ ইসমাইল নূরী, টাইম টিভি’র অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, আইটি ষ্পেশালিস্ট সামিউল ইসলাম, ফারুক হোসাইন ও মুশফিকুর রহমান।
বেলী / হককথা