নিউইয়র্ক ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র অমর একুশে পালন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৫৫১ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): প্রতি বছরের মতো এবারও আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে জ্যামাইকার হিলসাইড এভিনিউর স্টার কাবাব এন্ড রেষ্টুরেন্টের পার্টি হলে বুধবার (২০ ফেব্রুয়ারী) একুশের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফ্রেন্ডস সোসাইটি ছাড়াও রাজশাহী জেলা সমিতি, সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি, মোড়লগঞ্জ উপজেলা সোসাইটি ইউএসএ ইনক, ফেনী জেলা সদর উপজেলা সমিতি ও জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক-এর পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খবর ইউএনএ’র।
ফ্রেন্ডস সোসাইটির একুশের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট অ্যাম্বীম্যান ডেভিট ওয়েপ্রীন, কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটস, নিউইয়র্ক সিটির সাবেক কাউন্সিলওম্যান এলিজাবেথ ক্রাউলী ও মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, উপদেষ্টা এবং ওয়েল কেয়ার-এর সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র সভাপতি শেখ হায়দার আলীর সভাপতিত্বে আয়োজিত একুশের আলোচনায় অতিথিবৃন্ধ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা ছদরুন নূর, নিউইয়র্ক সিটির আসন্ন পাবলিক এডভোকেট পদপ্রার্থী হেলাল শেখ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, নিউ ডেমোক্র্যাট ওমেন্স ফোরামের সভাপতি রোকেয়া আক্তার, ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিলাল আহমেদ চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মুক্তিযোদ্ধা মনির হোসেন, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এএফ মিসবাউজ্জামান, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, একুশ পালন কমিটির আহ্বায়ক শেখ আনসার আলী প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনায় ছিলেন ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী ও একুশ পালন কমিটির সদস্য সচিব আব্দুল মান্নাফ।
অনুষ্ঠানে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তার বক্তব্যে ফ্রেন্ডস সোসাইটির কর্মকান্ডের প্রশংসা করে বলেন, প্রবাসে বাংলা ভাষা আর বাংলাদেশের কৃষ্টি-কালচার তুলে ধরার পাশাপাশি এসব চর্চায় ফ্রেন্ডস সোসাইটির ভূমিকা রাখছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে স্থানীয় সিটি ও বরো প্রশাসনের সাথে সেতুবন্ধন জোরদারের মাধ্যমে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির বিকাশে কাজ করে চলেছি এবং এজন্য ইতিমধ্যেই নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ দ্বারে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায় ‘স্বাগতম বা ওয়েলকাম’ লিখার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানের অন্যান্য বক্তা তাদের বক্তব্যে বাংলা ভাষা ও সংস্কৃতি বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মকে এই ভাষা ও সংস্কৃতির সাথে আরো সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি বক্তারা বাংলা-কে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান এবং নিউইয়র্কে একটি স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সঙ্গীতানুষ্ঠান। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী, সোমা রহমান, চন্দ্রা রায়, লিমন চৌধুরী প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। এই পর্ব উপস্থাপনায় ছিলেন ফ্রেন্ডস সোসাইটির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বাবু।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে সৈয়দ আতিকুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুল মজিদ আকন্দ, সৈয়দ মোস্তফা আল আমীন, হামিদুর রহমান, আফরোজা রোজী, তামান্না হাসিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে একুশের প্রথম প্রহরে অর্থাৎ বুধবার দিবাগত মধ্যরাত ১২টা এক মিনিটে ‘আমার ভায়ের রক্তে রঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি……’ গান গেয়ে অস্থায়ী শহীদ মিনারে ফ্রেন্ডস সোসাইটি সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উল্লেখ্য, বিরূপ প্রকৃতির কারণে ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত একুশের অনুষ্ঠানের ‘শিশু-কিশোরদের প্রতিযোগিতা’ বাতিল করা হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র অমর একুশে পালন

প্রকাশের সময় : ১২:২৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯

নিউইয়র্ক (ইউএনএ): প্রতি বছরের মতো এবারও আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে জ্যামাইকার হিলসাইড এভিনিউর স্টার কাবাব এন্ড রেষ্টুরেন্টের পার্টি হলে বুধবার (২০ ফেব্রুয়ারী) একুশের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফ্রেন্ডস সোসাইটি ছাড়াও রাজশাহী জেলা সমিতি, সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি, মোড়লগঞ্জ উপজেলা সোসাইটি ইউএসএ ইনক, ফেনী জেলা সদর উপজেলা সমিতি ও জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক-এর পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খবর ইউএনএ’র।
ফ্রেন্ডস সোসাইটির একুশের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট অ্যাম্বীম্যান ডেভিট ওয়েপ্রীন, কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটস, নিউইয়র্ক সিটির সাবেক কাউন্সিলওম্যান এলিজাবেথ ক্রাউলী ও মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, উপদেষ্টা এবং ওয়েল কেয়ার-এর সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র সভাপতি শেখ হায়দার আলীর সভাপতিত্বে আয়োজিত একুশের আলোচনায় অতিথিবৃন্ধ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা ছদরুন নূর, নিউইয়র্ক সিটির আসন্ন পাবলিক এডভোকেট পদপ্রার্থী হেলাল শেখ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, নিউ ডেমোক্র্যাট ওমেন্স ফোরামের সভাপতি রোকেয়া আক্তার, ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিলাল আহমেদ চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মুক্তিযোদ্ধা মনির হোসেন, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এএফ মিসবাউজ্জামান, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, একুশ পালন কমিটির আহ্বায়ক শেখ আনসার আলী প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনায় ছিলেন ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী ও একুশ পালন কমিটির সদস্য সচিব আব্দুল মান্নাফ।
অনুষ্ঠানে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তার বক্তব্যে ফ্রেন্ডস সোসাইটির কর্মকান্ডের প্রশংসা করে বলেন, প্রবাসে বাংলা ভাষা আর বাংলাদেশের কৃষ্টি-কালচার তুলে ধরার পাশাপাশি এসব চর্চায় ফ্রেন্ডস সোসাইটির ভূমিকা রাখছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে স্থানীয় সিটি ও বরো প্রশাসনের সাথে সেতুবন্ধন জোরদারের মাধ্যমে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির বিকাশে কাজ করে চলেছি এবং এজন্য ইতিমধ্যেই নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ দ্বারে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায় ‘স্বাগতম বা ওয়েলকাম’ লিখার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানের অন্যান্য বক্তা তাদের বক্তব্যে বাংলা ভাষা ও সংস্কৃতি বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মকে এই ভাষা ও সংস্কৃতির সাথে আরো সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি বক্তারা বাংলা-কে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান এবং নিউইয়র্কে একটি স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সঙ্গীতানুষ্ঠান। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী, সোমা রহমান, চন্দ্রা রায়, লিমন চৌধুরী প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। এই পর্ব উপস্থাপনায় ছিলেন ফ্রেন্ডস সোসাইটির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বাবু।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে সৈয়দ আতিকুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুল মজিদ আকন্দ, সৈয়দ মোস্তফা আল আমীন, হামিদুর রহমান, আফরোজা রোজী, তামান্না হাসিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে একুশের প্রথম প্রহরে অর্থাৎ বুধবার দিবাগত মধ্যরাত ১২টা এক মিনিটে ‘আমার ভায়ের রক্তে রঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি……’ গান গেয়ে অস্থায়ী শহীদ মিনারে ফ্রেন্ডস সোসাইটি সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উল্লেখ্য, বিরূপ প্রকৃতির কারণে ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত একুশের অনুষ্ঠানের ‘শিশু-কিশোরদের প্রতিযোগিতা’ বাতিল করা হয়।