নিউইয়র্ক ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বৈশাখী মেলা ২৮ এপ্রিল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
  • / ৬৭৭ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার সনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক’র ‘লোক উৎসব ও বৈশাখী মেলা-১৪২৫ এবং পিঠা ও সাংস্কৃতিক উৎসব’ আগামী ২৮ এপ্রিল শনিবার জ্যামাইকার ‘ডিএমভি পার্কিং লটে’ (গত বছরের মেলা স্থল) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলার সকল প্রস্তুতি সম্পন্ন। মেলার শ্লোগান হচ্ছে ‘হৃদয় নাচে, বৈশাখী সাজে’। এবারের মেলার গ্র্যান্ড স্পন্সর হচ্ছেন নিউইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেস ইনক। ফলে এবারের মেলার নাম হচ্ছে ‘এনওয়াই ইন্স্যুরেন্স লোক উৎসব ও বৈশাখী মেলা-১৪২৫ এবং পিঠা ও সাংস্কৃতিক উৎসব-১৪২৫’। মেলাটি সফল করতে সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ারকে আহ্বায়ক ও সাবেক সভাপতি সাইফুল ইসলামকে সদস্য সচিব এবং সাবেক প্রধান উপদেষ্টা নাসির আলী খান পলকে প্রধান সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়েছে।
ফ্রেন্ডস সোসাইটির এবারের মেলার প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাকের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ড. দেলোয়ার হোসেন, গেস্ট অব অনার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারের শামীম আহসান, সাবেক এমপি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটি ইনক’র সবঅপতি কামাল আহমেদ, ওয়েলকেয়ার-এর সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ এবং বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন। মেলার লোকজ উৎসবের উদ্বোধন করবেন এনওয়াই ইন্স্যুরেন্স-এর প্রেসিডেন্ট ও সিইও  শাহ নেওয়াজ এবং প্যারেড উদ্বোধন করবেন ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা রেজাউল করীম চৌধুরী। মেলাটি সফল করতে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে। খবর ইউএনএ’র।
ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক মেলা উপলক্ষ্যে গত ২২ এপ্রিল রোববার দুপুরে স্থানীয় পানসী রেস্টুরেন্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংশ্লিস্টরা উপরোক্ত তথ্য জানান। এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মেলা কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম দেলোয়ার, সভাপতি শেখ হায়দার আলী ও সহ প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, উপদেষ্টা নাসির আলী খান পল, ডা. ওয়াজেদ এ খান, মঞ্জুর আহমদ চৌধুরী, হাজী সামসুল ইসলাম, রেজাউল করিম, নিউইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেস ইনক’র প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন। সাংবাদিক সম্মেলন সঞ্চালনায় ছিলেন সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু।
সাংবাদিক সম্মেলনে বলা হয়: প্রতি বছরের মতো এবছরের মেলায়ও একাধিক স্টল, দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরণিকা প্রকাশ এবং বৈশাখী পুরষ্কার প্রদান করা হবে। সঙ্গীতানুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকবেন বাংলাদেশের ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত জনপ্রিয় শিল্পী বেবী নাজনীন। এছাড়াও এবারের মেলায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবীদ মরহুম ড. মনসুর খান ও সদস্য প্রয়াত ‘মান্নান সুপার মার্কেট ও গ্রোসারী’র প্রতিষ্ঠাতা সাঈদ রহমান মান্নান-কে বিশেষভাবে স্মরণ করা হবে। এছাড়ও বৈশাখী পদক প্রদান করা হবে লায়ন শাহ নেওয়াজ-কে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। চলতি বছরের মেলার বাজেট ধরা হয়েছে ৪৫ হাজার ডলার। প্রতিবছরের মতো এবারের মেলা সফল করতে সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা কামনা করা হয়।
বৈশাখী মেলায় পান্তা-ইলিশ (ক্যাপ্টেন টিলি পার্কে বেলা ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত) অ্যাপায়ন ছাড়াও অনুষ্ঠানমালার মধ্যে থাকবে, প্যারেড, শিশু-কিশোর-কিশোরীদের জন্য রাইড ও গেম, রকমারী পণ্যের অর্ধ শতাধিক স্টল, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
সাংবাদিক সম্মেলনে এবারের মেলার গ্র্যান্ড স্পন্সর এটর্নী মইন চৌধুরী সহ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা সালেহ আহমেদ, উপদেষ্টা টমাস দুলু রায়, উপদেষ্টা ও সাবেক সভাপতি মনির হোসেন, উপদেষ্টা ও সাবেক সভাপতি বেলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সেবুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বৈশাখী মেলা ২৮ এপ্রিল

প্রকাশের সময় : ০২:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার সনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক’র ‘লোক উৎসব ও বৈশাখী মেলা-১৪২৫ এবং পিঠা ও সাংস্কৃতিক উৎসব’ আগামী ২৮ এপ্রিল শনিবার জ্যামাইকার ‘ডিএমভি পার্কিং লটে’ (গত বছরের মেলা স্থল) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলার সকল প্রস্তুতি সম্পন্ন। মেলার শ্লোগান হচ্ছে ‘হৃদয় নাচে, বৈশাখী সাজে’। এবারের মেলার গ্র্যান্ড স্পন্সর হচ্ছেন নিউইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেস ইনক। ফলে এবারের মেলার নাম হচ্ছে ‘এনওয়াই ইন্স্যুরেন্স লোক উৎসব ও বৈশাখী মেলা-১৪২৫ এবং পিঠা ও সাংস্কৃতিক উৎসব-১৪২৫’। মেলাটি সফল করতে সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ারকে আহ্বায়ক ও সাবেক সভাপতি সাইফুল ইসলামকে সদস্য সচিব এবং সাবেক প্রধান উপদেষ্টা নাসির আলী খান পলকে প্রধান সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়েছে।
ফ্রেন্ডস সোসাইটির এবারের মেলার প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাকের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ড. দেলোয়ার হোসেন, গেস্ট অব অনার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারের শামীম আহসান, সাবেক এমপি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটি ইনক’র সবঅপতি কামাল আহমেদ, ওয়েলকেয়ার-এর সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ এবং বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন। মেলার লোকজ উৎসবের উদ্বোধন করবেন এনওয়াই ইন্স্যুরেন্স-এর প্রেসিডেন্ট ও সিইও  শাহ নেওয়াজ এবং প্যারেড উদ্বোধন করবেন ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা রেজাউল করীম চৌধুরী। মেলাটি সফল করতে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে। খবর ইউএনএ’র।
ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক মেলা উপলক্ষ্যে গত ২২ এপ্রিল রোববার দুপুরে স্থানীয় পানসী রেস্টুরেন্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংশ্লিস্টরা উপরোক্ত তথ্য জানান। এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মেলা কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম দেলোয়ার, সভাপতি শেখ হায়দার আলী ও সহ প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, উপদেষ্টা নাসির আলী খান পল, ডা. ওয়াজেদ এ খান, মঞ্জুর আহমদ চৌধুরী, হাজী সামসুল ইসলাম, রেজাউল করিম, নিউইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেস ইনক’র প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন। সাংবাদিক সম্মেলন সঞ্চালনায় ছিলেন সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু।
সাংবাদিক সম্মেলনে বলা হয়: প্রতি বছরের মতো এবছরের মেলায়ও একাধিক স্টল, দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরণিকা প্রকাশ এবং বৈশাখী পুরষ্কার প্রদান করা হবে। সঙ্গীতানুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকবেন বাংলাদেশের ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত জনপ্রিয় শিল্পী বেবী নাজনীন। এছাড়াও এবারের মেলায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবীদ মরহুম ড. মনসুর খান ও সদস্য প্রয়াত ‘মান্নান সুপার মার্কেট ও গ্রোসারী’র প্রতিষ্ঠাতা সাঈদ রহমান মান্নান-কে বিশেষভাবে স্মরণ করা হবে। এছাড়ও বৈশাখী পদক প্রদান করা হবে লায়ন শাহ নেওয়াজ-কে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। চলতি বছরের মেলার বাজেট ধরা হয়েছে ৪৫ হাজার ডলার। প্রতিবছরের মতো এবারের মেলা সফল করতে সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা কামনা করা হয়।
বৈশাখী মেলায় পান্তা-ইলিশ (ক্যাপ্টেন টিলি পার্কে বেলা ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত) অ্যাপায়ন ছাড়াও অনুষ্ঠানমালার মধ্যে থাকবে, প্যারেড, শিশু-কিশোর-কিশোরীদের জন্য রাইড ও গেম, রকমারী পণ্যের অর্ধ শতাধিক স্টল, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
সাংবাদিক সম্মেলনে এবারের মেলার গ্র্যান্ড স্পন্সর এটর্নী মইন চৌধুরী সহ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা সালেহ আহমেদ, উপদেষ্টা টমাস দুলু রায়, উপদেষ্টা ও সাবেক সভাপতি মনির হোসেন, উপদেষ্টা ও সাবেক সভাপতি বেলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সেবুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।