জ্যামাইকায় ফ্রি ফুড বিতরণ

- প্রকাশের সময় : ০৩:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১০৫ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): জ্যামাইকাস্থ আমেরিকান মুসলিম সেন্টারের (৮৯-১৪ ১৫০ স্ট্রিটে অবস্থিত) উদ্যোগে এবং সেইফেষ্টের সহযোগিতায় এলাকার আশেপাশের পরিবার ও জুমা’র নামাজে আগত মুসল্লীদের মাঝে গত ১১ ডিসেম্বর শুক্রবার, বাদ জুমা ফল ও তাজা সবজি বিতরণ করা হয়েছে। এসময় প্রায় ১৫০ পরিবারের মাঝে এই ফল ও তাজা সবজি বিতরণ করা হয়। খবর ইউএনএ’র।
আমেরিকান মুসলিম সেন্টারের পরিচালক এম. ফয়সল নওয়াজ জানান, আগামীতে আবারও বেশী পরিবারের মাঝে ফল ও তাজা সবজি বিতরণ করা হবে, সম্ভ্যাব্য তারিখ পরবর্তীতে জানানো হবে। এছাড়াও আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার, ফ্রী কোভিড-১৯ টেস্ট এর কার্যক্রম করা হবে বলে জানান।
এই মহতি কার্যক্রমে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন এএমসি’র প্রেসিডেন্ট হাফেজ রফিকুল ইসলাম, পরিচালক এম. ফয়সল নওয়াজ, ইমাম আতাউর রহমান, কোষাধ্যক্ষ খালেদ মাসুদ, সহকারী কোষাধক্ষ্য শাহাদাত হোসেন, সেইফেষ্টের পরিচালক মাজেদা এ উদ্দিন সহ আমেরিকান মুসলিম সেন্টার এর উপদেষ্টা মন্ডলির সদস্য ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। এই আয়োজনে অত্র এলাকার সর্বস্তরের লোকদের পাশে থাকতে পেরে অয়োজকরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।