নিউইয়র্ক ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জ্যামাইকায় আরকিউএম টিউটোরিয়াল-এর শাখা উদ্বোধন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
  • / ৯৬৫ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্কের স্পেশালাইজড স্কুলগুলোতে ভর্তির ব্যাপারে ‘শতভাগ সফল’ হওয়ার প্রত্যয়ে জ্যামাইকায় প্রতিষ্ঠিত হলো আরকিউএম টিউটোরিয়াল-এর দ্বিতীয় শাখা। এ উপলক্ষ্যে গত ১৭ জানুয়ারী শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এটি আরকিউএম টিউটোরিয়াল-এর দ্বিতীয় শাখা। এস্টোরিয়ায় আরকিউএম-এর আরো একটি শাখা রয়েছে।
RQM-2দোয়া মাহফিলে পবিত্র আল-কোরআনের আলোকে শিক্ষার উপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত আলোকপাত করেন আমেরিকান মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট মুফতি আব্দুল মালেক ও ইমাম মওলানা মনজুরুল করীম। পবিত্র দরুদ ও দোয়া পাঠ করেন মসজিদ মিশন সেন্টারের ইমাম ও পরিচালক হাফেজ রফিকুল ইসলাম এবং বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ। পরে কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
RQM-4অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান আরকিউএম টিউটোরিয়াল-এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট চিকিৎসক কাজী রহমান এমডি এবং জ্যামাইকা শাখার সিইও নাইম আহসান।
RQM-5নাইম আহসান ইউএনএ প্রতিনিধিকে জানান, জ্যামাইকা, লং আইল্যান্ড, হলিস, বেলরোজসহ আশপাশের শিক্ষার্থীদের সুবিধার্থে জ্যামাইকায় আরকিউএম টিউটোরিয়াল-এর শাখা খোলা হয়েছে। সপ্তাহে ৬দিন বিকেল চারটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিয়মিত ক্লাশ চলবে। এই শাখায় জানুয়ারী মাসে যেসকল শিক্ষার্থী ভর্তি হবে তাদেরকে  এক মাস (জানুয়ারী) ফ্রি ক্লাশ করার সুবিধা দেয়া হবে। ইতিমধ্যেই জ্যামাইকা শাখায় ১০/১৫জন শিক্ষার্থী তাদের নাম রেজিষ্ট্রেশন করেছেন। এছাড়া আরকিউএম’র এস্টোরিয়া শাখায় প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে।
RQM-Cake Kataনাইম আহসান বলেন, কমিউনিটিতে সুলভে আর মান সম্পন্ন প্রযুক্তি নির্ভর টিউটোরিং-এর জন্য আরকিউএম টিউটোরিয়াল-এর সুনাম রয়েছে। গত বছর এস্টোরিয়া শাখার একজন ছাত্রী এসএটি-তে সর্বোচ্চ ২৪০০ স্কোর অর্জন করেছিলো। নাইম বলেন, সেরা স্কুলের জন্য সেরা শিক্ষার্থী গড়াই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

জ্যামাইকায় আরকিউএম টিউটোরিয়াল-এর শাখা উদ্বোধন

প্রকাশের সময় : ১১:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫

নিউইয়র্ক: নিউইয়র্কের স্পেশালাইজড স্কুলগুলোতে ভর্তির ব্যাপারে ‘শতভাগ সফল’ হওয়ার প্রত্যয়ে জ্যামাইকায় প্রতিষ্ঠিত হলো আরকিউএম টিউটোরিয়াল-এর দ্বিতীয় শাখা। এ উপলক্ষ্যে গত ১৭ জানুয়ারী শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এটি আরকিউএম টিউটোরিয়াল-এর দ্বিতীয় শাখা। এস্টোরিয়ায় আরকিউএম-এর আরো একটি শাখা রয়েছে।
RQM-2দোয়া মাহফিলে পবিত্র আল-কোরআনের আলোকে শিক্ষার উপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত আলোকপাত করেন আমেরিকান মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট মুফতি আব্দুল মালেক ও ইমাম মওলানা মনজুরুল করীম। পবিত্র দরুদ ও দোয়া পাঠ করেন মসজিদ মিশন সেন্টারের ইমাম ও পরিচালক হাফেজ রফিকুল ইসলাম এবং বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ। পরে কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
RQM-4অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান আরকিউএম টিউটোরিয়াল-এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট চিকিৎসক কাজী রহমান এমডি এবং জ্যামাইকা শাখার সিইও নাইম আহসান।
RQM-5নাইম আহসান ইউএনএ প্রতিনিধিকে জানান, জ্যামাইকা, লং আইল্যান্ড, হলিস, বেলরোজসহ আশপাশের শিক্ষার্থীদের সুবিধার্থে জ্যামাইকায় আরকিউএম টিউটোরিয়াল-এর শাখা খোলা হয়েছে। সপ্তাহে ৬দিন বিকেল চারটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিয়মিত ক্লাশ চলবে। এই শাখায় জানুয়ারী মাসে যেসকল শিক্ষার্থী ভর্তি হবে তাদেরকে  এক মাস (জানুয়ারী) ফ্রি ক্লাশ করার সুবিধা দেয়া হবে। ইতিমধ্যেই জ্যামাইকা শাখায় ১০/১৫জন শিক্ষার্থী তাদের নাম রেজিষ্ট্রেশন করেছেন। এছাড়া আরকিউএম’র এস্টোরিয়া শাখায় প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে।
RQM-Cake Kataনাইম আহসান বলেন, কমিউনিটিতে সুলভে আর মান সম্পন্ন প্রযুক্তি নির্ভর টিউটোরিং-এর জন্য আরকিউএম টিউটোরিয়াল-এর সুনাম রয়েছে। গত বছর এস্টোরিয়া শাখার একজন ছাত্রী এসএটি-তে সর্বোচ্চ ২৪০০ স্কোর অর্জন করেছিলো। নাইম বলেন, সেরা স্কুলের জন্য সেরা শিক্ষার্থী গড়াই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।