বিজ্ঞাপন :
জ্যামাইকার হিলসাইডে গুলিতে একজন নিহত
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১০:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫
- / ৮৪৮ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশী অধ্যুষিত কুইন্স বরোর জ্যামাইকার হিলসাইড এভিনিউতে গোলাগুলির সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে বলে জানা গেছে। ২২ এপ্রিল বুধবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে জানা গেছে, জ্যামাইকার হিলসাইড এভিনিউর ১৬৮ স্ট্রীটস্থ একটি বারে একজন অস্ত্রনিয়ে প্রবেশ করে গুলি করলে তৎক্ষনাৎ পুলিশ খবর পেয়ে তাকে পাকড়াও করার চেষ্টা করে। অস্ত্রধারী ব্যক্তি বার ছেড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পিছু নেয় এবং পাল্টাপাল্টি গোলাগুলির এক পর্যায়ে সে গুলিবিদ্ধ হয়। সর্বশেষ খবরে জানা গেছে অস্ত্রধারী ব্যক্তি মারা গেছে। তার নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশীসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীদের মধ্যে আতংক নেমে আসে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।