জ্যামাইকায় বাংলাদেশীর উপর আবার হামলা

- প্রকাশের সময় : ০৪:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ৩৩ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): সিটিতে বাংলাদেশী অধ্যুষিত কুইন্স বরোর জ্যামাইকায় বাংলাদেশীর উপর আবার হামলার ঘটনা ঘটেছে। হিলসাইড এভিনিউেতে ফোন ব্যবসায়ী বাংলাদেশী মোহাম্মদ মাসুম মিয়ার উপর সর্বশেষ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের আঘাতে তার মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন। গত ৮ জুলাই মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কমিউনিটিতে উদ্বেগ বেড়েছে। খবর ইউএনএ’র।
জানা গেছে, হিলসাইড এভিনিউ ও ১৬৮ স্ট্রীট-এর ‘তাহা ওয়ারলেস’-এর কর্ণধার মোহাম্মদ মাসুম মিয়া ঘটনার দিন রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হিলসাইড এভিনিউর ১৭৮ স্ট্রীটের ব্যাংক অব আমেরিকা-তে অর্থ জমাদানের জন্য গেলে সেখানে ৩/৪জন অজ্ঞাত যুবক তার পিছু নিয়ে ব্যাংকের এটিএম বুথে প্রবেশ করে। এরপর ১০/১২জন কৃষ্ণাঙ্গ যুবক লাঠি/ছুড়ি নিয়ে হামলার চেষ্টা করে। তখন তিনি দৌড়ে নিকটবর্তী বাসার এপার্টমেন্টে প্রবেশ করলে হামাকারীরা তখনও তারা পিছু নেয় এবং মাথায় আঘাত করে। এর মধ্যেই তিনি ৯১১-এ কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে পরদিন সকালে তিনি বাসায় ফিরে আসেন এবং এখন তিনি বিপদমুক্ত। উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর ধরে নিউইয়র্কে বসবাসকারী মোহাম্মদ মাসুম মিয়ার দেশের বাড়ী নারায়নগঞ্জ জেলার বন্দর থানায়।
আরো উল্লেখ্য, সাম্প্রতিককালে জ্যামাইকা এলাকায় মাঝে মধ্যেই হামলার ঘটনা ঘটছে বলে এলাকাবাসীরা জানান। গত কয়েক বছরে ছুরিকাঘাতে একাধিক হতাহতেরও ঘটনা ঘটেছে। বিশেষ করে হিলসাইড এভিনিউ ও জ্যামাইকা এভিনিউতে ব্যবসায় জড়িত বাংলাদেশীরা এমন ঘটনায় আতংকগ্রস্ত হয়ে পড়েছেন। জানমালের নিরাপত্তায় তারা স্থানীয় প্রশাসনের সুদৃষ্টির পাশাপাশি পুলিশী টহল জোরদারের দাবী জানিয়েছেন।