জেএফকে বিমানবন্দরে যুক্তরাষ্ট্র বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
- প্রকাশের সময় : ০৮:২৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
- / ৪৬২ বার পঠিত
হককথা রিপোর্ট: জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর আগমণের সময় জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ সমাবেশ করেছে। দীর্ঘ প্রায় এক যুগ ধরে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি না থাকায় দলীয় নেতা-কর্মীরা পৃথক পৃথক আয়োজনে জেএফকে বিমানবন্দরে মিলিত হন এবং ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন।
উল্লেখ্য, প্রধানন্ত্রী শেখ হাসিনা রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে নিউইয়র্কে এসে পৌছার পর জেএফকে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা পরিবেষ্টিত হয়ে সরাসরি ম্যানহাটনের অভিজাত লোটে গ্র্যান্ড প্যালেস হোটেলে যান। জাতিসংঘের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।
বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান ভূঁইয়া (মিল্টন ভূঁইয়া), সাবেক সিনিয়র সহ সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, কেন্দ্রীয় যুবদল নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাস-এর সভাপতি আলহাজ্ব আবু তাহের প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে উল্লেখযোগ্য দলীয় নেতা-কর্মীদের মধ্যে আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, মাকসুদুল হক চৌধুরী, আতিকুল হক আহাদ, শেখ হায়দার আলী, মোশারফ হোসেন সবুজ, গিয়াসউদ্দিন, হাবিবুর রহমান সেলিম রেজা, রকিব উদ্দিন দুলাল, রুহুল আমিন নাসির, কাওসার আহমেদ, শাহাদৎ হোসেন রাজু, আনোয়ার হোসেন, মাজহারুল ইসলাম জনি, রাশিদা আহমেদ মুন, এলিজা আকতার মুক্তা, আশরাফ হোসেন, আনিসুর রহমান খোকন, রইছউদ্দিন, সালেহ মানিক, রেজবুল কবির, হাসান মাহমুদ, ওয়েছ আহমেদ, শামীম আহমেদ, আশরাফ হোসেন, নাসিম আহমেদ, বদিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে তারা ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার অভিযোগ তুলে শেখ হাসিনা সরকারের সমালোচনা এবং অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। তারা বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে কখনোই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। তারা সরকার বিরোধী এবং দলের পক্ষে নানা শ্লোগান দেন।
আরো উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ভাষণ দেয়ার সময় যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনেও এদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী রয়েছে।