জুবেরের জানাজা অনুষ্ঠিত : মরদেহ দাফন হবে গ্রামের বাড়ীতে

- প্রকাশের সময় : ০৫:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ৭৩ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত চৌধুরীর বড় ছেলে মরহুম আব্দুল আউয়াল চৌধুরী জুবের নামাজে জানাজা রোববার (২১ আগষ্ট) বাদ জোহর এস্টোরিয়ার আল আমীন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। স্ট্রোকের শিকার হয়ে দু’দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি গত ২০ আগষ্ট শনিবার তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলে ৪৬ বছর। মৃত্যুকালে তিনি মা-বাবা, এক ভাই ও এক বোন এবং স্ত্রী, ২ ও ৫ বছরের দুই পুত্র সহ বহু আতœীয়-স্বজন রেখে যান। মরহুমের গ্রামের বাড়ী সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার করিমপুর। তিনি তার পরিবারের সাথে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় বসবাস করছিলেন। খবর ইউএনএ’র।
মরহুম জুবেরের নামাজে জানাজায় ইমামতি করেন হাফেজ ডা. নাসিব। এর আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের মামা জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি এম এ কাইয়্যুম ও আল আমীন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন। জানাজায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে নিউজার্সী রাজ্যের পেটারর্সন সিটির কাউন্সিলম্যান শাহীন খালিক, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচিত সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, কমিউনিটি নেতা আব্দুল হাসিম হাসনু, জুনেদ চৌধুরী, জুয়েল চৌধুরী, আহবাব চৌধুরী খোকন, মোহাম্মদ কাওসারুজ্জামান, হারুনর শহীদ দলা মিয়া, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি শাহ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
এদিকে পরিবারের সিদ্ধান্ত মোতাবেক মরহুম আব্দুল আউয়াল চৌধুরী জুবেরের মরদেহ বাংলাদেশে গ্রামের বাড়ীতে দাফন করা হবে বলে জানা গেছে। সোমবার (২২ আগষ্ট) রাতের আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে। তার মরদেহের সাথে ছোট ভাই দেশে যাচ্ছেন।