জাপান যাচ্ছে বাংলা ট্যুর

- প্রকাশের সময় : ১২:৪৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৫ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বাংলাদেশী মালিকানায় একমাত্র ট্যুর অপারেটর বাংলা ট্যুর একদল পর্যটক নিয়ে জাপান যাচ্ছে। বিশ্ব পর্যটক ও ভ্রমণ সংগঠক হাবিব রহমানের নেতৃত্বে গ্রুপটি আগামী ৬ সেপ্টেম্বর জাপানী বিমান সংস্থা নিপ্পন এয়ারওয়েজে টোকিওর উদ্দেশ্যে জেএফকে ত্যাগ করবে। ১০ দিনের এই ভ্রমণসূচিতে থাকছে জাপানের ঐতিহাসিক নিদর্শন, আধুনিক নগরীর সৌন্দর্য ও প্রাকৃতিক বৈচিত্র পরিদর্শন। খবর ইউএনএ’র।
বাংলা ট্যুর-এর কর্ণধার হাবিব রহমান জানান, জাপান ভ্রমণের শুরুতেই পর্যটক দল ঘুরে দেখবেন টোকিওর বিখ্যাত ইম্পেরিয়াল প্যালেস, আধুনিক স্থাপত্যের প্রতীক টোকিও টাওয়ার ও টোকিও স্কাই ট্রি। শহরের প্রাণকেন্দ্র শিবুয়া ক্রসিং ও ঐতিহাসিক আসাকুসার সেন্সো-জি মন্দিরেও যাবে দলটি। এছাড়াও পরিদর্শনের তালিকায় রয়েছে উএনো পার্ক ও চিড়িয়াখানা, আর আধুনিক প্রযুক্তির আকর্ষণীয় কেন্দ্র আকিহাবারা। শুধু রাজধানী টোকিও নয়, ভ্রমণ দলটি ঘুরে দেখবে জাপানের সাংস্কৃতিক ঐতিহ্যের শহর কিয়োটো, শিল্প ও বাণিজ্যের নগরী ওসাকা, ইতিহাসের সাক্ষী হিরোশিমা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হোক্কাইডো এবং সমুদ্রবেষ্টিত পর্যটনকেন্দ্র ওকিনাওয়া।
এছাড়াও পর্যটক দল ঘুরে দেখবেন বিশ্বের প্রাচীনতম হোটেল নিশিয়ামা ওনসেন কেয়ুনকান, টানা ১,৩০০ বছর ধরে অতিথিদের সেবা দিয়ে আসা এ হট স্প্রিং রিসোর্টে যেন সময় থেমে আছে। উষ্ণ প্রস্রবণের ধোঁয়া আর পাহাড়ি বাতাসের গন্ধে ভ্রমণকারীরা ছুঁয়ে দেখবেন হাজার বছরের এক জীবন্ত কাব্য। প্রকৃতি, ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধনে এই সফর হবে অবিস্মরণীয়।
হাবিব রহমানের নেতৃত্বে ভ্রমণকারীরা জাপানের এসব শহরে খুঁজে নেবেন নতুন গল্প, নতুন অভিজ্ঞতা আর হৃদয়ে গেঁথে নেবেন এক জীবনের কবিতা। তারা ফিরে আসবেন আগামী ১৬ সেপ্টেম্বর, সঙ্গে নিয়ে আসবেন ভ্রমণের রঙিন স্মৃতি আর অগণিত গল্প।