নিউইয়র্ক ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জাপা সংসদে বৃটিশ পার্লামেন্টের মতোই বিরোধী দলীয় ভূমিকা পালন করছে : হুইপ সেলিম উদ্দিন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
  • / ৯৩৬ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম শেঠ-এর সম্মানে যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতি অয়োজিত মতবিনিময় সভায় বক্তারা দলীয় ঐক্য সুসংহত করে সাবেক রাষ্ট্রপতি ও দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। বক্তার বলেন, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। দেশে মানুষ আওয়ামী শাসনের পরিবর্তন চায় বলেই আগামী নির্বাচনে সংসদের ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেয়া হবে। জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে জনগণের ভোটে বিজয়ী হবে।
উল্লেখ্য, হুইপ সেলিম উদ্দিন সেলিম উদ্দিন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইর ঘাট) আসন থেকে জাতীয় পার্টির নির্বাচিত এমপি। আর জাতীয় পার্টি নেতা মোহাম্মদ সোলায়মান আলম শেঠ বাংলাদেশস্থ  দি কনস্যুলেট অব দি রিপাবলিকান অব সাউথ আফ্রিকার অনারারী কনসাল-এর দায়িত্ব পালন করছেন। খবর ইউএনএ’র।
সিটির জ্যামাইকাস্থ সাগর চাইনিজ রেস্টেুরেন্টে গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতি নবনির্বাচিত সভাপতি আব্দুল কাদের লিপু। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় পার্টির সাবেক এমপি শহীদুর রহমান, ঢাকা জালালাবাদ এসোসিয়েশন-এর সভাপতি তোফায়েল সামী, জালালাবাদ এসোশিয়েশন অব আমেরিকার’র সভাপতি বদরুল হোসেন খান, জাতীয় পার্টির সমন্বয়কারী আব্দুর নুর বড় ভূঁইয়া, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার ও ইসমাইল খান আনসারী, সহ সভাপতি হাজী আব্দুর রহমান, জসিম চৌধুরী, এডভোকেট হারিস উদ্দিন, ও খন্দকার নাসিম, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল খালেক লাল্।ু
সভার শুরুতে দলীয় চেয়ারম্যান এরশাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক ষ্টেট জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আব্দুল হানিফ এবং স্বাগত বক্তব্য রাখেন যুব সংহতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রুহেল আহমেদ।
সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি শহীদুর রহমান, জাতীয় পার্টির সমন্বয়কারী আব্দুর নুর বড় ভূঁইয়া, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, সহ সভাপতি জসিম চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ আব্দুর নূর, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য ওয়াহিদ ফেরদৌস ও শাহজাহান সাজু। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুব সংহতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবিএম খায়রুল আলম।
সভায় হুইপ সেলিম উদ্দিন বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারের সাথে যোগ দেয়ায় এই সরকার মহাজোটের সরকারে পরিণত হয়েছে। জাতীয় পার্টি সংসদে শক্তিশালী বলেই বৃটিশ পার্লামেন্টের মতো বিরোধী দলীয় ভূমিকা পালন করছে। আর তাই সংসদের যেখানে সরকারের সমর্থন করা দরকার সেখানে সমর্থন করছে আর যেখানে সমালোচনা করা দরকার সেখানে সমালোচনা করছে, বিরোধীতা করছে। তিনি বলেন, জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না।
সেলিম উদ্দিন বলেন, আমি এক সময় প্রবাসী ছিলাম। প্রবাসীদের সমস্যা আমার জানা। আমাদের এক কোটি প্রবাসী বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। তাই কোন প্রবাসী দেশে গিয়ে কোন সমস্যায় শিকার হলে আমাকে জানালে সাহায্যের হাত এগিয়ে দেবো। প্রবাসী দেশে গিয়ে সংসদের অধিবেশন প্রত্যক্ষ করতে চাইলে তাদের ভিআইপি’র মর্যাদার ব্যবস্থা করবো। তিনি চেয়ারম্যান এরশাদের হাত আর জাতীয় পার্টিকে শক্তিশালী করতে প্রবাসীদের সহযোগিতা কামনার পাশাপাশি যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
সোলায়মান আলম শেঠ বলেন, জাতীয় পার্টি সরকার গঠনের একমাত্র চাবিকাঠি। জাতীয় পার্টি ছাড়া কোন দলই সরকার গঠন করতে পারবে না। কিন্তু আগামীতে জাতীয় পার্টিকে এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দলের কতিপয় কেন্দ্রীয় নেতার আচার-আচারণ আর স্বার্থপরতার জন্য বিভিন্ন স্থানে দল দূর্বল হচ্ছে, কমিটি দূর্বল হচ্ছে, কোথাও কোথাও বিভক্তিও দেখা যাচ্ছে। কতিপয় নেতার ধান্ধাবাজীর কারণে দলের দুর্নাম হচ্ছে। তাদের চিহ্নিত করতে হবে। তিনি প্রবাসের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজের কষ্টার্জিত অর্থ খরচ করে চেয়ারম্যান এরশাদকে ভালোবেসে জাতীয় পার্টির রাজনীতি করছেন। তাই কেন্দ্রীয় নেতারা নিউইয়র্ক আসলে তাদের এক কাপ চা ছাড়া ‘লাঞ্চ-ডিনার’ করাবেন না, ডাল-ভাত খাওয়াবেন না।
সভায় কমিউনিটির উল্লেখ্যযোগ্য নেতৃবৃন্দের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন ও মোহাম্মদ লুৎফর রহমান, মুলধারার রাজনীতিক সেবুল উদ্দিন, নিউইয়র্ক ষ্টেট জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল করীম, যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির সহ সভাপতি রুবেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও খায়রুল হোসেন মিলু, দপ্তর সম্পাদক রবিউল আহমেদ সহ যুব সংহতির সদস্য মোহাম্মদ রিনিজ মাহমুদ, উজ্জল আলম, লিটন, বাবর হোসেন বাবু, আফজাল হোসেন প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

জাপা সংসদে বৃটিশ পার্লামেন্টের মতোই বিরোধী দলীয় ভূমিকা পালন করছে : হুইপ সেলিম উদ্দিন

প্রকাশের সময় : ০৮:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭

নিউইয়র্ক: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম শেঠ-এর সম্মানে যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতি অয়োজিত মতবিনিময় সভায় বক্তারা দলীয় ঐক্য সুসংহত করে সাবেক রাষ্ট্রপতি ও দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। বক্তার বলেন, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। দেশে মানুষ আওয়ামী শাসনের পরিবর্তন চায় বলেই আগামী নির্বাচনে সংসদের ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেয়া হবে। জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে জনগণের ভোটে বিজয়ী হবে।
উল্লেখ্য, হুইপ সেলিম উদ্দিন সেলিম উদ্দিন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইর ঘাট) আসন থেকে জাতীয় পার্টির নির্বাচিত এমপি। আর জাতীয় পার্টি নেতা মোহাম্মদ সোলায়মান আলম শেঠ বাংলাদেশস্থ  দি কনস্যুলেট অব দি রিপাবলিকান অব সাউথ আফ্রিকার অনারারী কনসাল-এর দায়িত্ব পালন করছেন। খবর ইউএনএ’র।
সিটির জ্যামাইকাস্থ সাগর চাইনিজ রেস্টেুরেন্টে গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতি নবনির্বাচিত সভাপতি আব্দুল কাদের লিপু। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় পার্টির সাবেক এমপি শহীদুর রহমান, ঢাকা জালালাবাদ এসোসিয়েশন-এর সভাপতি তোফায়েল সামী, জালালাবাদ এসোশিয়েশন অব আমেরিকার’র সভাপতি বদরুল হোসেন খান, জাতীয় পার্টির সমন্বয়কারী আব্দুর নুর বড় ভূঁইয়া, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার ও ইসমাইল খান আনসারী, সহ সভাপতি হাজী আব্দুর রহমান, জসিম চৌধুরী, এডভোকেট হারিস উদ্দিন, ও খন্দকার নাসিম, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল খালেক লাল্।ু
সভার শুরুতে দলীয় চেয়ারম্যান এরশাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক ষ্টেট জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আব্দুল হানিফ এবং স্বাগত বক্তব্য রাখেন যুব সংহতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রুহেল আহমেদ।
সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি শহীদুর রহমান, জাতীয় পার্টির সমন্বয়কারী আব্দুর নুর বড় ভূঁইয়া, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, সহ সভাপতি জসিম চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ আব্দুর নূর, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য ওয়াহিদ ফেরদৌস ও শাহজাহান সাজু। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুব সংহতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবিএম খায়রুল আলম।
সভায় হুইপ সেলিম উদ্দিন বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারের সাথে যোগ দেয়ায় এই সরকার মহাজোটের সরকারে পরিণত হয়েছে। জাতীয় পার্টি সংসদে শক্তিশালী বলেই বৃটিশ পার্লামেন্টের মতো বিরোধী দলীয় ভূমিকা পালন করছে। আর তাই সংসদের যেখানে সরকারের সমর্থন করা দরকার সেখানে সমর্থন করছে আর যেখানে সমালোচনা করা দরকার সেখানে সমালোচনা করছে, বিরোধীতা করছে। তিনি বলেন, জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না।
সেলিম উদ্দিন বলেন, আমি এক সময় প্রবাসী ছিলাম। প্রবাসীদের সমস্যা আমার জানা। আমাদের এক কোটি প্রবাসী বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। তাই কোন প্রবাসী দেশে গিয়ে কোন সমস্যায় শিকার হলে আমাকে জানালে সাহায্যের হাত এগিয়ে দেবো। প্রবাসী দেশে গিয়ে সংসদের অধিবেশন প্রত্যক্ষ করতে চাইলে তাদের ভিআইপি’র মর্যাদার ব্যবস্থা করবো। তিনি চেয়ারম্যান এরশাদের হাত আর জাতীয় পার্টিকে শক্তিশালী করতে প্রবাসীদের সহযোগিতা কামনার পাশাপাশি যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
সোলায়মান আলম শেঠ বলেন, জাতীয় পার্টি সরকার গঠনের একমাত্র চাবিকাঠি। জাতীয় পার্টি ছাড়া কোন দলই সরকার গঠন করতে পারবে না। কিন্তু আগামীতে জাতীয় পার্টিকে এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দলের কতিপয় কেন্দ্রীয় নেতার আচার-আচারণ আর স্বার্থপরতার জন্য বিভিন্ন স্থানে দল দূর্বল হচ্ছে, কমিটি দূর্বল হচ্ছে, কোথাও কোথাও বিভক্তিও দেখা যাচ্ছে। কতিপয় নেতার ধান্ধাবাজীর কারণে দলের দুর্নাম হচ্ছে। তাদের চিহ্নিত করতে হবে। তিনি প্রবাসের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজের কষ্টার্জিত অর্থ খরচ করে চেয়ারম্যান এরশাদকে ভালোবেসে জাতীয় পার্টির রাজনীতি করছেন। তাই কেন্দ্রীয় নেতারা নিউইয়র্ক আসলে তাদের এক কাপ চা ছাড়া ‘লাঞ্চ-ডিনার’ করাবেন না, ডাল-ভাত খাওয়াবেন না।
সভায় কমিউনিটির উল্লেখ্যযোগ্য নেতৃবৃন্দের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন ও মোহাম্মদ লুৎফর রহমান, মুলধারার রাজনীতিক সেবুল উদ্দিন, নিউইয়র্ক ষ্টেট জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল করীম, যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির সহ সভাপতি রুবেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও খায়রুল হোসেন মিলু, দপ্তর সম্পাদক রবিউল আহমেদ সহ যুব সংহতির সদস্য মোহাম্মদ রিনিজ মাহমুদ, উজ্জল আলম, লিটন, বাবর হোসেন বাবু, আফজাল হোসেন প্রমুখ।