প্রধান উপদেষ্টা ড. ইউনূস ভাষনের সময়
জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আ. লীগের ব্যাপক বিক্ষোভ সমাবেশ

- প্রকাশের সময় : ০৯:৫৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১২ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বরতী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের ভাষণ প্রদানের দিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দলীয় ব্যানারে জাতিসংঘ ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়া,ী লীগ। ম্যানহাটানের ফাস্ট এভিনিউ ও সেকেন্ড এভিনিউ’র মাঝে ৪৭ স্ট্রীট সংলগ্ন পার্কে আয়োজিত সমাবেশে সর্বস্তরের বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী অংশ নেন। সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি ‘জয়বাংলা, জয়বাংলা’ সহ নানা শ্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন। মূলত: বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগ সহ বিভিন্ন ষ্টেট থেকে আগত দলীয় নেতা-কর্মীরা সমাবেশ থেকে ড. ইউনূস সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান তুলেন। তারা শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে তার পক্ষেও নানা শ্লোগান তুলেন।
সমাবেশে উল্লেখযোগ্য নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে এম ফজলুল রহমান, ডা. মাসুদুল হাসান, ডা. মানিক, আব্দুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান, সোলায়মান আলী, দুলাল মিয়া এনাম, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, দরুদ মিয়া রনেল, শাহানা রহমান, আজমল হোসেন শাহীন, শেখ আতিক, রফিকুর রহমান, ইমদাদ চৌধুরী, ইকবাল হোসেন, এ্যানি ফেরদৌস, মিনহাজ আহমেদ সাম্মু এবং ভার্জোনিয়া ষ্টেট আওয়ামী লীগের সভাপতি জি আই রাসেল প্রমূখ অংশ নেন।
এদিকে জাতিসংঘ ভবনের সামনে কড়া নিরাপত্ত্বায় নিরাপদ দূরত্বে আওয়ামী লীগ-বিএনপির সমাবশের শেষের দিকে ম্যানহাটানের সেকেন্ড এভিনিউ ও ৪৭ স্ট্রীটের কর্ণারে পুলিশের সামনেই ভার্জেনিয়া আওয়ামী লীগের সভাপতি জি আই রাসেল বিএনপি কর্মীর হাতে নাজেহাল ও হামলার শিকার হন। এসময় তার গায়েও হাত তোলা হয়। উদ্ভুত পরিস্থিতিতে সিটি পুলিশ তাকে রক্ষা করে নিরাপদ দূরত্বে নিয়ে যেতে দেখা যায়। এসময় কান্নাজড়িত কন্ঠে জি আই রাসেল বলেন, আমি ভূল করে বিএনপি’র সমাবেশের দিকে গেলে বিএনপি-জামায়াতের কর্মীরা আমাকে মেরেছে। পরবর্তীতে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
এছাড়াও সমাবেশ থেকে বের হয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হৃদয় মিয়ার উপর রিয়াজ নামের এক বিএনপি কর্মী হামলার চেষ্টা করলে তাকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দরুদ মিয়া রনেল জানান। পরবর্তীতে হৃদয় মিয়া স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।