জাতিসংঘের সামনে বিএনপি’র বিক্ষোভ : শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচন দাবী
- প্রকাশের সময় : ০৩:২৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০১৫
- / ৭২৩ বার পঠিত
নিউইয়র্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, অবিলম্বে জাতীয় নির্বাচন দাবী আর ‘বাংলাদেশে গণতন্ত্র পুন:রুদ্ধার’-এর লক্ষ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের চলমান আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্র বিএনপি নিউইয়র্কের ম্যানহাটানস্থ জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ ও শরাফত হোসেন বাবুর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা জাতিসংঘ ভবনের সামনের বিক্ষোভ-সমাবেশে অংশ নেয়। গত ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার অপরাহ্নে এই বিক্ষোভ-সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিক্ষোভকারীরা ব্যানার হাতে শেখ হাসিনা সরকার বিরোধী নানা শ্লোগান দেয়।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোট সরকারকে ‘অবৈধ সরকার’ আখ্যায়িত এবং শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবী করে অবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের দাবী জানান। বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের পতন অনির্বায্য। তাই ক্ষতায় বহাল থাকতে মরণ কামড় দিয়েছে। সরকার বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের উপর চরম জুলুম-নির্যাতন-নিপীড়ন চালাচ্ছেন। ক্ষমতা ধরে রাখতে সরকার রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছেন। সরকার দেশের মানুষকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। এমন নজির পৃথিবীতে নেই। বক্তারা বলেন, শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই জেনেই সরকার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি দিচ্ছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গ্রেফতার, হামলা, মামলা করে লাভ হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর তারেক জিয়ার আহবানে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে। আমরা বিজয় নিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ।
যুক্তরাষ্ট্র বিএনপি’র সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই সমাবেশে যোগ দেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন: যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ ও শরাফত হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, বিএনপি নেতা মওলানা আতিকুল্লাহ, এম আকন্দ প্রমুখ।