বিজ্ঞাপন :
চাকুরী প্রার্থীদের ক্রেডিট চেক বন্ধের উদ্যোগ
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০১৫
- / ৬৫৪ বার পঠিত
নিউইয়র্ক: চাকুরী প্রার্থীদের ক্রেডিট চেক বন্ধ করতে কাজ করছেন নিউইর্ক সিটি কাউন্সিল মেম্বাররা। সাধারনত যেকোন ধরনের চাকুরীর আবেদন করলে চাকুরীদাতারা আবেদনকারীর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড সহ ক্রেডিট চেক করে থাকেন। ক্রেডিট চেক এর বিরোধীতাকারীরা বলেছেন, এ ধরনের চেক এর কারণে অনেকেই চাকুরীর সুযোগ থেকে বঞ্চিত হয়। ক্রেডিট চেক এর ফলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় হিসপানিক এবং ব্লাক কমিউনিটির লোকরা। এ বছর প্রথম তিন মাসে অন্য বিলগুলোর মধ্যে ক্রেডিট চেক বন্ধ করার বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাবে বলে জানা গেছে। (টাইম টেলিভিশন)
Tag :
NY City Council Member