চাঁদ দেখা সাপেক্ষ মঙ্গলবার থেকে উত্তর আমেরিকায় রমজান শুরু : মসজিদে মসজিদে তারাবির প্রস্তুতি

- প্রকাশের সময় : ১১:৩৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫৩ বার পঠিত
হককথা ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষ মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় মাসব্যাপী পবিত্র রমজান শুরু হচ্ছে। এজন্য মসজিদে মসজিদে চলছে তারাবি নামাজের প্রস্তুতি। মঙ্গলবার থেকে রোজা শুরু হলে সোমবার (১২ এপ্রিল) থেকে তারাবি শুরু হবে। কোন কোন মসজিদে খতমে তারাবিও আয়োজন করা হয়েছে। এজন্য নিয়োগ করা হয়েছে একাধিক হাফেজ। অপরদিকে ধর্মপ্রাণ মুসলমানগণ রমজান মাস উপলক্ষ্যে নানা প্রস্তুতি নিচ্ছেন। গ্রোসারী আর সুপার মার্কেটগুলোতে ইফতারী সামগ্রী মুজুত করা হয়েছে।
জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সেওকটারী মনজুর আহমেদ চৌধুরী জানান, করোনার প্রেক্ষপটে এবছর রমজানে জেএমসিতে কোন ইফতারের ব্যবস্থা থাকবে না। তবে স্বাস্থ্য বিধি মেনে রাত সোয়া ৯টায় এশার নামাজের পর খতমে তারাবি পড়ানো হবে। পাশাপাশি মুসল্লীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশী টহল থাকবে বলে সিটি পুলিশ প্রশাসন থেকে আশ্বস্থ করা হয়েছে বলে তিনি জানান।
এস্টারিয়ার আল আমীন মসজিদের প্রেসিডেন্ট জয়নাল আবেদীন জানান, এই মসজিদে তারাবির নামাজ হবে। তবে পানি আর খেজুর দিয়ে ইফতারি বৗবস্থা থাকবে। ইফতারীতে কোন ভারী খাবার থাকবে না।
ম্যানহাটানের মদিনা মসজিদের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মদিনা মসজিদেও তারাবি নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে ইফতারের সময় মুসল্লীদের জন্য ইফতাররি ব্যবস্থা থাকবে।
এএমসি’র কর্মসূচী: করোনার বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রেখে জ্যামাইকার সার্টফিন বুলেভার্ডে অবস্থিত আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপি বিশেষ কর্মসুচি গ্রহণ করেছে। তারাবিহ, ইফতার, ইসলামি শিক্ষামূলক প্রোগ্রাম (এএমসি মেসেজ) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত থাকবে।
পবিত্র ঈদুল ফিতর এর জন্য এএমসি-র সম্মুখস্থ ময়দানে বিশাল জামাতের আয়োজন হবে। এই জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এএমসি রামাদান প্রজেক্ট সেন্টার এর কর্মকান্ড সুন্দরভাবে পরিচালনায়, ইন্টেরিয়র কনসট্রাকশন, ওযু এরিয়া সম্প্রসারণ, মাক্তব শিক্ষার্থীদের টিউশন ফি, দাওয়া বই বিতরণ এর জন্য সকলকে আন্তরিক ভাবে অংশগ্রহণের জন্য আকুল আবেদন করেছেন এএমসি পরিচালনা কমিটি ও ইমাম আতাউর রহমান জালালাবাদী এবং ডাইরেক্টর ফয়সাল নেওয়াজ।
আইটিভি’র উদ্যোগে ব্রঙ্কসে ওয়েলকাম রামাদান অনুষ্ঠান
এদিকে আইটিভি ইউএসএ’র উদ্যোগে গত ৯ এপ্রিল বাদ মাগরিব ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে অনুষ্ঠিত হলো ওয়েলকাম রামাদান অনুষ্ঠান। বিশিস্ট আলেম মাওলানা মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম সহ কমিউনিটির বিশিস্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভিদা। বিশেষ অতিথি ছিলেন আফ্রিকান কমিউনিটি নেতা মোহাম্মদ নাবী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মো: শহীদউল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিয়াম সাধনার মাস মাহে রমজান। কালের পরিক্রমায় মুসলিম উম্মাহ্’র কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে প্রতিবছরই শুভাগমন করে পবিত্র মাহে রমজান। এবার এমন এক সময়ে বরকতের এই মাসটি আমাদের সামনে হাজির হয়েছে যখন বিশ্ব মহামারী করোনায় বিপর্যস্ত।
অগণিত বনি আদম এই জীবাণুর থাবায় মৃত্যুবরণ করেছেন। লক্ষ লক্ষ লোক এ রোগে আক্রান্ত হয়েছেন। পবিত্র মাসটিতে দুর্যোগের এই কঠিন সময়ে আমরা যেন ইবাদত বন্দেগি করতে পারি সে প্রার্থনায়ই করছি মহান রাব্বুল আলামীনের কাছে। কামনা করছি আল্লাহ যেন রহমতের এই মাসের বদৌলতে মহামারী করোনা থেকে আমাদেরকে মুক্তি দেন। রমজানের আগমনের কারণে মুসলিম সমাজ ও ইসলামী জীবন ধারায় এক বিরাট সাফল্যের সৃষ্টি হয়।
তাঁরা বলেন, পাপমোচন আর সৎকাজ করার সুবর্ণ সুযোগ নিয়ে আসছে পবিত্র রমজান। এক অনাবিল শান্তি ও চিরস্থায়ী মুক্তির পয়গাম নিয়ে আসছে মাহে রমজান। আর রোজা ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম। যা আমাদের ওপর ফরজ করা হয়েছে। এ মাসকে আঁকড়ে ধরে পূর্ণ মুমিন হিসেবে নিজেকে তৈরি করার জন্য তারা সকলকে আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেনপার্কচেস্টার ইসলামি সেন্টারের খতিব মাওলানা ওবায়দুল হক,,হাফেজ এবাদুর রহমান, এডভোকেট এন মজুমদার, আবদুস শহীদ, মো: খলিলুর রহমান প্রমুখ।
নিউইয়র্ক মোহাম্মদী সেন্টার এবারও এফবি লাইভস্ট্রিমে তারাবীর ব্যবস্থা
অপরদিকে করোনার ভয়াবহতার কারনে যেহেতু নিউইয়র্কের মসজিদগুলোতে শরীয়ত বিধি মেনে কাঁধে কাঁধ বেঁধে এখনোও কাতার করে নামাজ পড়ার পরিবেশ না হওয়ায় এবং লোক সমাগমে করোনা দ্রæত ছড়িয়ে পড়ার আশঙ্কা বর্তমান থাকায় শুদ্ধভাবে কাতার বেঁধে ঘর থেকেই পরিবারের সদস্যদের নিয়ে তারাবীর নামাজ আদায় করার জন্য নিউইয়র্কের শীর্ষস্থানীয় ধর্মীয় সেবা প্রতিষ্ঠান জ্যাকসনহাইটস মোহাম্মদী সেন্টার এবারও ফেসবুক লাইভস্ট্রিমে নামাজে তারাবী আদায় করার ব্যবস্থা করেছে। ১২ এপ্রিল সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে প্রথম সালাতুত তারাবী শুরু হবে। প্রতিটি তারাবী নামাজে পুরো এক খতম কোরান শরীফের সাওয়াব লাভের উদ্দেশ্যে ২০ রাকাত সূরা তারাবীর শেষ দুই রাকাতে সূরা ইখলাস তিন বার পাঠ করা হবে। এছাড়াও লাইভস্ট্রিম বেলা জুমুআ: ১:৩০ টায়। যুক্ত হতে অপেন ফেসবুক আইডি ওসধস ছধুর ছধুুড়ড়স খুলতে হবে।
এবারের ফেতরা জনপ্রতি ইউএস ১৫ ডলার। মোহাম্মদী সেন্টারের জাকাত-ফেতরা ফান্ডে আপনার জাকাত-ফেতরার অনুদান পৌঁছে দিতে পারেন। রামাদান/জাকাত/ফেতরা বা যেকোন ধর্মীয় ব্যাপার কোন জিজ্ঞাসা থাকলে (৭১৮) ৪৯৬-৯৩৭৭ এই ফোন নাম্বারে কল করা যেতে পারে। মোহাম্মদী সেন্টারের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।