ঘরে ঘরে গ্র্যাজুয়েশনের আনন্দ

- প্রকাশের সময় : ১১:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১০৮ বার পঠিত
বিশেষ প্রতিনিধি: মহামারী করোনায় বিপর্যস্ত জীবনে ক্রমশ: স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। মানুষ ভুলতে বসেসে করোনার সেই মরণ ছোবল। কাটিয়ে উঠতে চেষ্টা করছে স্বাভীবক জীবনের। এজন্য সিটি ও ষ্টেট প্রশাসন নানামুখী পদক্ষেপ নিচ্ছে। আর এরিই মধ্যে চলতি বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন এই করোনার মধ্যেও ঘরে ঘরে আনন্দ বয়ে আনছে। সন্তানের গ্রাজুয়েশন পিতা-মাতার সকল কষ্ট ভুলিয়ে দিচ্ছে। বিভিন্ন সূত্রে থ্যেও ভিত্তিতেই গ্র্যাজুয়েশন অর্জনকারী আর তাদের পরিবার নিয়েই এই বিশেষ প্রতিবেদন।
ফারজানা আহমেদ
বিশিষ্ট রাজনীতিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ-এর বড় কন্যা ফারজানা আহমেদ জন জে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। ফারজানা তার পরিবারের সদস্যদের মধ্যে প্রথম যিনি মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন। কন্যার গর্বে গর্বিত মিসবাহ আহমেদ তার ফেসবুকে লিখেছেন- পিতা হিসেবে আজ আমি গর্বিত।
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র প্রতিষ্ঠাতা আহŸায়ক মীর মাহবুবুর রহমান ও সৈয়দা আফরোজা শারমিন-এর কন্যা জুবায়দা রহমান মীর প্রজ্ঞা গত ১৮ মে নিউইয়র্কের ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। কন্যার সাফল্যে পিতা তার ফেসবুকে লিখেছেন- আজকের এই দিনটি দেখার জন্যই আমি বিগত ৩০ বছর ধরে আমেরিকান জীবন বয়ে চলেছি।
বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা একেএম নূরুল হক রোববার (২৩ মে) তার ফেজবুকে লিখেছেন- জীবন বহতা নদীর মত। চলার পথে ছন্দ পতন ঘটবে কিন্তু জীবন থেমে যাবার নয়। এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতেও আমাদের নতুন প্রজন্মের অনেক শিক্ষার্থী নিউইয়র্ক ও অন্যান্য স্টেটের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অত্যন্ত সুনামের সাথে গ্রাজুয়েশন করেছে। আমার মেয়ে ‘নেভিন হক’ তাদেরই একজন। আমার মেয়েসহ সবাইকে অভিনন্দন।
নেভিন হক
কভিড ১৯ এর কারনে এবারো গ্রাজুয়েশন সিরিমনি হচ্ছেনা, তাই ভার্চুয়াল সিরিমনি চলছে সর্বত্র। সোস্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাজুয়েশন ক্যাপ মাথায় পরে আমাদের সন্তানেরা ও তাদের বাবা-মায়েরা রকমারী পোস্ট দিচ্ছে। আজ সকাল (রোববার) ১০টায় তাই আমরাও বসে পরি কম্পিউটারের সামনে- কখন ‘নেভিন হক’ নামটি ডাকবে তা শোনার জন্য। সেন্ট জনস ইউনিভার্সিটির তিনটি ক্যাম্পাস- কুইন্স, ম্যানহাটন ও লং আইল্যান্ড থেকে একযোগে অনলাইন গ্র্যাজুয়েশন সিরিমনি করেছে আজ। ইংরেজী আলফাবেটিকারী অর্ডারে আমার মেয়ের নামটি শোনার মূহুর্তে তার ছবিটিও পর্দায় ভেসে উঠে। এ এক নতুন অভিজ্ঞতা! কিছুই থেমে নেই, পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নিচ্ছে আমাদের সন্তানেরাও। প্রসংগত, নেভিন হিস্টরি মেজর ও ইংলিশ মাইনর নিয়ে মাত্র ২১ বছর ৬ মাসে অত্যন্ত সুনামের সাথে গ্রাজুয়েশন করেছে।
নূরুল হক প্রসঙ্গত আরো লিখেছেন- আগামী আগস্টে আমার ছেলে অয়ন পিএইচডি গ্রাজুয়েশন করবে। আমার ছেলে-মেয়ের শিক্ষা জীবন নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আলহামদু লিল্লাহ। তারা যেন সফল কর্মজীবন ও দাম্পত্য জীবনে শুরু করতে পারে সেজন্য সকলের দোয়া চাই।
কবি-লেখক ফকির ইলিয়াস লিখেছেন- সকল প্রশংসা মহান প্রভুর। আমাদের ছোটো মেয়ে নাশরাত ইলিয়াস মাস্টার্স গ্রাজুয়েশন শেষ কওে টুপি মাথায় তুলে নিল। যুক্তরাষ্ট্রের খ্যাতিমান একটি বিশ্ববিদ্যালয় ‘এডেলফাই ইউনিভার্সিটি’ থেকে ইংরেজি বিষয় মেজর নিয়ে কৃতিত্বের সাথে পাঠপর্ব সমাপন করলো। সীমিত পরিসরে, তাদের গ্রাজুয়েশন হচ্ছে দুই দিনে। ২১ মে, এবং ২৪ মে-২০২১ অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। ২১ মে ২০২১ তারিখের কিছু ছবি এখানে যুক্ত করে রাখছি।
নাশরাত ইলিয়াস
তিনি আরো লিখেছেন- বড়মেয়ে নাহিয়ান ইলিয়াস একই বিষয়েই মাস্টার্স সম্পন্ন করেছে ২০২০ সালের শেষ দিকে। তার আনুষ্ঠানিক টুপিপর্ব হবে শীগগির। এটা বলতেই পারি, কৃতিত্বেও সিংহভাগই তুলি’র। তুলি’র অদম্য প্রেরণা আর শ্রম মেয়েদের এগিয়ে যেতে সাহায্য করেছে বিশেষভাবে। সকলের কাছে, আমাদের মেয়েদের জন্য দোয়া-আশীর্বাদ কামনা করছি।
খানস টিউটোরিয়াল-এর সাফল্য: এদিকে নিউইয়র্কের সুপরিচিত টিউটোরিয়াল প্রতিষ্ঠান খানস টিউটোরিয়াল থেকে বাংলাদেশী সহ অন্যান্য অন্যান্য কমিউনিটির ১৮৩জন শিক্ষার্থী সিটির বিভিন্ন স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। এই সকল শিক্ষার্থী তাদের প্রাপ্ত স্কোর ও অগ্রাধিকারের ভিত্তিতে আগামী সেপ্টেম্বর মাস থেকে ৮টি স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি হবে। প্যানডেমিকের মধ্যেও খানস থেকে তারা অনলাইনে কোচিং ক্লাশ করেছে।
উল্লেখিত ১৮৩জন শিক্ষার্থীর মধ্যে স্টাইভস্যান্ট হাইস্কুলে ৩১জন, ব্রঙ্কস সায়েন্সে ৪৫জন, ব্রকলীন টেক-এ ৭৮জন, ব্রæকলীন ল্যাটিনে ১০জন, হাই স্কুল ফর ম্যাথ সায়েন্সে (সিটি কলেজ) ১জন, হাই স্কুল অব আমেরিকান স্ট্যাডিজে (লিম্যান কলেজ) ৪জন, কুইন্স হাইস্কুল ফর দ্যা সাইন্স-এ (ইয়র্ক কলেজ) ১৩জন এবং স্ট্যাটান আইল্যান্ড টেকে একজন ভর্তিও জন্য নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)