‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ এর সংবাদ সম্মেলনে প্রশ্নবানে জর্জরিত পলক

- প্রকাশের সময় : ১০:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ৭০ বার পঠিত

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ছবি-নিহার সিদ্দিকী।
হককথা রিপোর্ট : স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদেও প্রশ্নবানে জর্জরিত বাংলাদেশের আইসিটি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
স্থানীয় সময় বুধবার রাতে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পরিবেশ সৃষ্টি হয়। এসময় স্থানীয় বাংলা গণমাধ্যমের সাংবাদিকরা কনসার্টেও বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ আয়োজনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০ কোটি টাকা খরচ করা হচ্ছে। এছাড়া দেশীয় কিছু কোম্পানীও স্পন্সর হিসেবে রয়েছে। তবে সরকারের ১০ কোটি টাকার বাইরে স্পন্সর কোম্পানী গুলো কত টাকা দিচ্ছে তা স্পস্ট করে জানাতে পারেননি প্রতিমন্ত্রী। এছাড়া কনসার্টেও মোট বাজেট কত তাও তিনি জানাতে পারেন নি।
হককথা/টিএ