সর্বমহলের গভীর শোক ও সমবেদনা প্রকাশ
খোরশেদ আলমের দাফন সম্পন্ন

- প্রকাশের সময় : ০১:৩৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ২ বার পঠিত
হককথা রিপোর্ট: বিশিষ্ট সাংবাদিক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ-এর মেঝো ভাই, সাবেক ব্যাংকার এবিএম খোরশেদ আলম (৬৭)-এর দু’দফা জানাজা নামাজ শেষে বুধবার (১৬ জুলাই) তার মরদেহ টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ঢাকার উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী. দুই পুত্র, চার নাতি এবং ৫ ভাই ও ৪ বোন সহ বহু আতœীয়-স্বন রেখে গেছেন।
রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে অবসর গ্রহণের পর এবিএম খোরশেদ আলম ঢাকার উত্তরায় দক্ষিণখানে পরিবারের সাথে বসবাস করছিলেন। গতকয়েক বছর ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনী রোগে ভুগছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকায় হৃদরোগ ইন্সটিটিউশনে চিকিৎসা শেষে সর্বশেষ উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ তিনি লাইফ সাপোর্টে থাকাবস্থায় পরিবারের সিদ্ধান্তে মঙ্গলবার রাতে তার সাপোর্ট খুলে নিয়ে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেলা শহরের পৌরসভাধীন ভাল্লুক কান্দি গ্রামে এবিএম খোরশেদ আলমের জন্ম। ব্যক্তিগত জীবনে তিনি খুবই সদালাপী, সহজ-সরল, নিরহংকার মানুষ ছিলেন এবং সাদাটামাটা জীবনযাপন করতেন। কর্মজীবনে তিনি রূপালী ব্যাংক লিমিটেড-এর অফিসার হিসেবে টাঙ্গাইল প্রধান কার্যালয় ছাড়াও টাঙ্গাইলের নাটিয়াপাড়া, এলেঙ্গা ও এলাসিন শাখায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
ঢাকা থেকে মরহদেহ টাঙ্গাইল নিয়ে যাওয়ার পর মরহুম এবিএম খোরশেদ আলমের দু’দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় মরহুমের প্রথম জানাজা তার জন্ম স্থান ভাল্লুক কান্দিতে পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত মসজিদ ও মাদ্রাসা প্রঙ্গনে অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাজা বুধবার বাদ জোহর টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থান মসজিদে দ্বিতীয় দফা জানাজা শেষে মরদেহ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দুটো জানাজায় সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
শোক প্রকাশ: এদিকে নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউনাইডেট নিউজ অব আমেরিকা (ইউএনএ) এবং সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবং টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা’র বার্তা প্রধান এবিএম সালাহউদ্দিন আহমেদ তার মেঝো ভাইয়ের ইন্তেকালে নিউইয়র্কের বিভিন্ন বাংলা মিডিয়ার সম্পাদক ও পরিচালক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন। সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ ও তার পরিবারের পক্ষ থেকে সংশ্লিস্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন- প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ, কাজী শামসুল হক ও সাঈদ তারেক, ঠিকানা গ্রæপের চেয়ারম্যান ও সাবেক এমপি এম এম শাহীন এবং প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান ও উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসেইন মঞ্জু, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, সাবেক সহ সভাপতি তাসের মাহমুদ ও হাবিব রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, টাইম টেলিভিশন-এর পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, সাপ্তাহিক সাদাকালো সম্পাদক মোহাম্মদ আকাশ রহমান ও নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, বর্ণমালা.কম সম্পাদক মাহফুজুর রহমান, প্রথম আলো’র নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক, নিউইয়র্কবাংলা.কম সম্পাদক আকবর হায়দার কিরণ, ইউএসনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বিডিইয়র্ক.কম সম্পাদক শাহ ফারুক।
এছাড়াও নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাসার, বিশিষ্ট অর্থনীতিবীদ ড. শওকত আলী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনজুর মোর্শেদ, মূলধারার রাজনীতিক ও ডেমোক্র্রঅট পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী, এটনী অশোক কর্মকার, বাংলা ভিশন চ্যালেন-এর প্রধান সম্পাদক কবি আব্দুল হাই সিদ্দিক, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূইয়া ও সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রæপ-এর সভাপতি জয়নাল আবেদীন, প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র অন্যতম উপদেষ্টা আশেক খন্দকার শামীম, সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক শরিফ শিকদার, টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এ ভূইয়া টনি, সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি আব্দুল মুকিত চৌধুরী মারুফ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান ও ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি আলহাজ মফিজুর রহমান, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান ও মাসুদুল হক সানু ও সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, ইয়েলো সোসাইটি নিউইয়র্ক-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন (জেবিএ)-এর সিনিয়র সহ সভাপতি ও কুইন্স কমিউনিটি বোর্ড সদস্য আহসান হাবীব এবং জেবিএ’র সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ প্রমুখ।
আরো শোক ও সমবেদনা জানিয়েছেন, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু ও গিয়াস আহমেদ, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ, কেন্দ্রীয় জিয়া পরিষদ-এর ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের আহŸায়ক শামসুল ইসলাম মজনু প্রমুখ।