খালেদা জিয়ার জন্মদিনে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র দোয়া মাহফিল

- প্রকাশের সময় : ০১:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২ বার পঠিত
বিশেষ প্রতিনিধি: মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ‘মাদার অব ডেমোক্রেসী’ খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালন করেছে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি। এ উপলক্ষ্যে গত ১৫ আগষ্ট শুক্রবার নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদে আয়োজিত মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বাংলাদেশের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা কাজী এহিয়া।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন ও সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ সহ অন্যান্যের মধ্যে সংগঠনের ব্রঙ্কস বরো (পূর্ব) আহবায়ক লিয়াকত আলী, ব্রঙ্কস ব্যুরো পশ্চিম আহবায়ক আনোয়ারুল আলম ভূইয়া, এজিএম জাহাঙ্গীর হাসাইন, আব্দুর রহিম, সোহেব আহমদ, মোহাম্মদ আলী রাজা প্রমুখ বক্তব্য রাখেন।
মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি সমগ্র জাতির গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও বক্তারা দেশের গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহŸান জানান।