কেন্দ্রীয় যুবদলে আবু সাঈদ আহমেদ ও ইলিয়াস খান

- প্রকাশের সময় : ০৭:২২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০ বার পঠিত
যুক্তরাষ্ট্র যুবদলের দুই নেতা যথাক্রমে আবু সাঈদ আহমেদ ও ইলিয়াস খান বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় পদে মনোনীত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি ২৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় যুবদলের কমিটি অনুমোদন করেছেন। খবর ইউএনএ’র।
কেন্দ্রীয় যুবদলের অনুমোদিত কমিটিতে আবু সাঈদ আহমেদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদকের পদ মর্যাদায়) এবং ইলিয়াস খান সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন। যুবদলের কমিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করণের লক্ষ্যে তা এখন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টেবিলে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আশা করা হচ্ছে ২-৩ দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ইতিপূর্বে সালাহউদ্দিন আহমেদ টুকু-কে সভাপতি ও আব্দুল মোনায়েম মুন্না-কে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
এদিকে যুবদল নেতা আবু সাঈদ আহমেদ ও ইলিয়াস খান কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় যুক্তরাষ্ট্র যুবদলের নেতা-কর্মীরা মিষ্টি মুখের পাশাপাশি আনন্দ সমাবেশ করেছেন। গত বুধবার (২২ ফেব্রæয়ারী) জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত আনন্দ সমাবেশে যুবদলের নেতা-কর্মী ছাড়াও বিএনপি’র নেতৃবৃন্দও অংশ নেন। এসময় দলীয় নেতা-কর্মীরা আবু সাঈদ আহমেদ ও ইলিয়াস খানকে ফুলেল শুভেচ্ছা জানান।
আনন্দ সমাবেশে উল্লেখ্য নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, বিএনপি নেতা এবাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদল নেতা ভিপি জহির মোল্লা, মিজানুর রহমান মিজান, সাইফুর খান হারুন, আমানত হোসেন আমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক নেতা সম্পাদক এম এ বাতেন প্রমুখ বক্তব্য রাখেন।