বিজ্ঞাপন :
কুকুরকে পিটানোর দায়ে এক ব্যক্তিকে আটক
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৩:৫৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০১৫
- / ৪৯৭ বার পঠিত
নিউইয়র্ক: নিজের কুকুরকে নির্দয়ভাবে পিটানোর দায়ে রাউল ক্রুজ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুব্রবার নিউ ইয়র্কের ব্রঙ্কসের ইস্ট ওয়ান সিক্সটি সেভেন স্ট্রিটে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানায়, তারা একটি ফোন কল পেয়ে ঐ এলাকায় গিয়ে দেখেন ৬ মাস বয়সী কুকুর পিটবল গুরুতর আহত হয়ে স্নোয়ের উপর এলিয়ে পরে আছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায় রাউল ক্রুজ কুকুরটিকে বেলচা দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে আহতে করেছে। পুলিশ রাউলকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে পশুপাখি নির্যাতনের গুরুতর অভিযোগ আনা হয়েছে। কুকুরটিকে পরে ম্যানহাটন এএসপিসিএ ফ্যাসিলিটি সেন্টারে চিকিৎসা দেয়া হয়। (টাইম টিভি)
Tag :