কার্যকরি সদস্য মোঃ সাদী মিন্টুর ভগ্নিপতির ইন্তেকাল

- প্রকাশের সময় : ১১:৪৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ১৫২ বার পঠিত
হককথা ডেস্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির অন্যতম সদস্য সাদী মিন্টুর বড় অগ্নিপতি হাজী আব্দুস সালাম খান মৃত্যুবরণ করেছেন।
তিনি গত ১২ এপ্রিল বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
কার্যকরী সদস্য মোহাম্মদ সাদী মিন্টুর ভগ্নিপতির মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা এবং নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রর মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চান যাতে মরহুম সামাদ খানকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।