কামাল আহমেদ সহ করোনায় মৃত্যুবরণকারীদের জন্য বিশেষ দোয়া
- প্রকাশের সময় : ১০:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৪৫ বার পঠিত
মরহুম কামাল আহমেদ
নিউইয়র্ক (ইউএনএ): মরণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ সহ মৃত্যুবরণকারীদের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ দোয়ার করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্যে এই বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়েছে মরহুম কামাল আহমেদ-এর পরিবার ও শুভাকাঙ্খীদের উদ্যোগে। টেলি কনফারেন্স যোগে পুরো রমজান জুড়েই বিকেল ৬টা ১৫ মিনিট থেকে চলবে এই কর্মসূচী। খবর ইউএনএ’র।
উক্ত কর্মসূচী চলাকালীন সময়ে ১-৬১৭-৬৯১-৮৭৩১ নম্বরে কল করে যে কেউ এই বিশেষ দোয়াঅনুষ্ঠানে যোগ দিতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানান। অনুষ্ঠানটিতে আলোচনাও থাকছে। এটি পরিচালনা করছেন ব্রæকলীনের বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপ্যাল মাওলানা রশীদ আহমদ।
এদিকে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগেও করোনায় মৃত্যুবরণকারী সোসাইটির সভাপতি কামাল আহমেদ, কার্যকরী সদস্য আজাদ বাকির এবং ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল মোহাম্মদ ইসলাম দেলোয়ারের শশুর মরহুম আব্দুস সালাম খান, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মুক্তযোদ্ধা মনির হোসেনের স্ত্রী সহ সদ্য প্রয়াত সকল প্রাসীর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। গত ২৬ এপ্রিল রোববার সন্ধ্যা ৭টায় আয়োজিত বিশেষ এই দোয়া মাহফিল বিভিন্ন টিভি চ্যানেল, ইউটিউব ও ফেসবুকে একযোগে প্রচার করা হয়। এই অনুষ্ঠানে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন শাইখ আল্লামা মোহাম্মদ গোলাম সারওয়ার সাঈদী।