কামাল আহমেদের ইন্তেকালে রাষ্ট্রদূত রাবাব ফাতিমার শোক

- প্রকাশের সময় : ০৩:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১০০ বার পঠিত
হককথা ডেস্ক: বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ-এর ইন্তেকালে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক শোক বার্তায় রাষ্ট্রদূত বলেন, নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক-এর সভাপতি কামাল আহমেদ এর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বৃহৎ এই সংগঠনের সভাপতি হিসেবে কামাল আহমেদ নিউইয়র্ক পপ্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ও উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে নিউইয়র্কস্থ বাংলাদেশী কমিউনিটির অপূরণীয় ক্ষতি হলো এবং নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীগণ একজন আপনজনকে হারালো। শোক বার্তায় রাষ্ট্রদূত কামাল আহমেদ-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও শুভান্যুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
কামাল আহমেদ
শোক বার্তায় রাষ্ট্রদূত রাবাব ফাতিমা আরো বলেন, ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক, ব্যবসায়ী, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার যুক্তরাষ্ট্র প্রবাসী যে সকল ভাই-বোনেরা অকাল মৃত্যুবরণ করেছেন আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা এসকল পরিবারের সদস্যদের যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেন। পাশাপাশি যারা এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রæত সুস্থতা কামনা করছি।