নিউইয়র্ক ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কাউন্সিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি গঠনের দাবী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০১৬
  • / ২০৫৭ বার পঠিত

নিউইয়র্ক: ‘জনগণের ক্ষমতায়ণে যুব সমাজ হও বলিয়ান’ শ্লোগানে নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো নিউইয়র্ক ষ্টেট ও সিটি যুবলীগ। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, আওয়ামী যুবলীগ শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী যুব সংগঠন। যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে অতীতের দায়িত্ব পালন করেছে, এখনো করছে আগামী দিনেও শক্তিশালী ভ্যানগার্ড হসেবে দায়িত্ব পালন করবে। বিশেষ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল কর্মকান্ডে অতন্ত্র প্রহরীর মতো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি গঠন এখন সময়ের দাবী। তারা কাউন্সিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবী জানান।
সিটির জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে গত ২৭ নভেম্বর রোববার সন্ধ্যায় আয়োজিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষির্কীও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগের বিদায়ী সভাপতি মিসবাহ আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগের বিদায়ী সাধারণ সম্পাদক ফরিদ আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা আব্দুল জলিল, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস।
nys-city-juboleague_27-nov2016নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও সিটি যুবলীগের সভাপতি হোসেন আহমেদ টিপুর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু তাহের, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুুতি কমিটির অন্যতম সদস্য নূরুল ইসলাম ও জামাল আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাদেকুর রহমান সাদেক, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ময়নুর ইসলাম, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা কফিল চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক, সিটি আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ রফিক উদ্দিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুজ্জামান সরদার, সহ সভাপতি আশরাফ উদ্দিন ও দরুদ মিয়া রনেল, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শেখ জামাল হোসেন, সেবুল মিয়া, হুমায়ুন আহমেদ চৌধুরী, রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমেদ চৌধুরী, রিন্টু লাল দাস ও হেলিম উদ্দিন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আলামিন আকন্দ। যৌথভাবে সভাটি পরিচালনা করেন নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ ও সিটি যুবলীগের সাধারণ সম্পাদক মাহাম্মদ মাহমুদুর রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়। এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যার শেখ ফজলুর হক মনি এবং সকল ভাষা শহীদ ও স্বাধীনতা যুদ্ধে শহীদ সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
nys-city-juboleague-pic-2সভায় অতিথিবৃন্দ ছাড়াও আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা যুক্তরাষ্ট্র যুবলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির সদস্য যথাক্রমে মনির উদ্দিন, শাহীন কামালী, কারিউল মৌওলা দুলাল, আব্দুল্লাহ আল রেজা, আজাদুল কবীর ও জাকির হোসেন, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সহ সভাপতি নূর হোসেন ফরহাদ ও অলিউর রহমান, পেনসিলভেনিয়া যুবলীগের সভাপতি আলীম উদ্দিন, সহ সভাপতি ওমর ফারুক ও সাঈদ আহমেদ, কানেকটিকাট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিসবা আহমদ, নিউজার্সী যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন গাফ্ফার, সিটি যুবলীগের সহ সভাপতি নাজমুল হোসেন, মোহাম্মদ রায়হান রশীদ ও মাহবুব হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ অলি আহমদ, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান রাজু, কুইন্স বরো যুবলীগের সাধারণ সম্পাদক সাইদ সিরাজ সৌরভ, ব্রঙ্কস বরো যুবলীগের সভাপতি শিপু চৌধুরী, ম্যানহাটান বরো যুবলীগের সভাপতি আজমান আলী ও সাধারণ সম্পাদক দীন ইসলাম প্রমুখ।
সভায় মিসবাহ আহমেদ বলেন, আওয়ামী যুবলীগ বাংলাদেশের ঐতিহ্যবাহী যুব সংগঠন। যুক্তরাষ্ট্র যুবলীগ নিয়েও আমরা গর্ব করতে পারি। অতীতের যেকোন সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র যুবলীগ এখন অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ। আমরা চাই সবার সম্মিলিত উদ্যোগে আগামী দিনে যুক্তরাষ্ট্র যুবলীগের যোগ্য কমিটি গঠিত হবে। যারা অতীত থেকে শুরু করে আজ পর্যন্ত যুবলীগের জন্য কাজ করে চলেছেন তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তত্ত্বাবধানে যুবলীগের যোগ্য নেতা-কর্মীরা আগামীতে নেতৃত্বে আসবেন। তিনি ২০১৯ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের বিজয় ধরে রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতের মতো এখনো জননেত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে-প্রবাসে ষড়যন্ত্র চলছে। অতীতের মতো আগামী দিনের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
ফরিদ আলম বলেন, আওয়ামী যুবলীগ বাংলাদেশের যুব সমাজের অংহকার আর গৌরবের সংগঠন। কেন্দ্রীয় যুবলীগ যেমন কেন্দ্রীয় আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করে চলেছে, তেমনি যুক্তরাষ্ট্র যুবলীগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করে যাবে। তিনি বলেন, সংগঠনের বৃহত্তর স্বার্থে আমরা যুবলীগের দায়িত্ব ছেড়ে দিলেও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় অবশ্যই আমাদের ভূমিকা থাকবে। আর যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় কাউন্সিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহযোগিতায় কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন কমিটি হবে এটাই আমার প্রত্যাশা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ থেকে যুক্তরাষ্ট্র যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
সভায় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। এজন্য যুবলীগের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে দেশে-প্রবাসে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার দাবী জানান। বক্তারা যুক্তরাষ্ট্র যুবলীগের বিদায়ী সভাপতি মিসবাহ আহমেদ ও বিদায়ী সাধারণ সম্পাদক ফরিদ আলমের নেতৃত্ব এবং তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ এবং আগামী দিনেও শক্তিশালী যুবলীগের কমিটি গঠনে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।
nys-city-juboleague-pic-3আলোচনা শেষে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অতিথিবৃন্দ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন।
সবশেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও স্বম্পা জামান সঙ্গীত পরিবেশন করেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

কাউন্সিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি গঠনের দাবী

প্রকাশের সময় : ০৩:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০১৬

নিউইয়র্ক: ‘জনগণের ক্ষমতায়ণে যুব সমাজ হও বলিয়ান’ শ্লোগানে নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো নিউইয়র্ক ষ্টেট ও সিটি যুবলীগ। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, আওয়ামী যুবলীগ শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী যুব সংগঠন। যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে অতীতের দায়িত্ব পালন করেছে, এখনো করছে আগামী দিনেও শক্তিশালী ভ্যানগার্ড হসেবে দায়িত্ব পালন করবে। বিশেষ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল কর্মকান্ডে অতন্ত্র প্রহরীর মতো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি গঠন এখন সময়ের দাবী। তারা কাউন্সিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবী জানান।
সিটির জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে গত ২৭ নভেম্বর রোববার সন্ধ্যায় আয়োজিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষির্কীও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগের বিদায়ী সভাপতি মিসবাহ আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগের বিদায়ী সাধারণ সম্পাদক ফরিদ আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা আব্দুল জলিল, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস।
nys-city-juboleague_27-nov2016নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও সিটি যুবলীগের সভাপতি হোসেন আহমেদ টিপুর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু তাহের, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুুতি কমিটির অন্যতম সদস্য নূরুল ইসলাম ও জামাল আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাদেকুর রহমান সাদেক, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ময়নুর ইসলাম, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা কফিল চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক, সিটি আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ রফিক উদ্দিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুজ্জামান সরদার, সহ সভাপতি আশরাফ উদ্দিন ও দরুদ মিয়া রনেল, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শেখ জামাল হোসেন, সেবুল মিয়া, হুমায়ুন আহমেদ চৌধুরী, রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমেদ চৌধুরী, রিন্টু লাল দাস ও হেলিম উদ্দিন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আলামিন আকন্দ। যৌথভাবে সভাটি পরিচালনা করেন নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ ও সিটি যুবলীগের সাধারণ সম্পাদক মাহাম্মদ মাহমুদুর রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়। এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যার শেখ ফজলুর হক মনি এবং সকল ভাষা শহীদ ও স্বাধীনতা যুদ্ধে শহীদ সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
nys-city-juboleague-pic-2সভায় অতিথিবৃন্দ ছাড়াও আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা যুক্তরাষ্ট্র যুবলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির সদস্য যথাক্রমে মনির উদ্দিন, শাহীন কামালী, কারিউল মৌওলা দুলাল, আব্দুল্লাহ আল রেজা, আজাদুল কবীর ও জাকির হোসেন, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সহ সভাপতি নূর হোসেন ফরহাদ ও অলিউর রহমান, পেনসিলভেনিয়া যুবলীগের সভাপতি আলীম উদ্দিন, সহ সভাপতি ওমর ফারুক ও সাঈদ আহমেদ, কানেকটিকাট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিসবা আহমদ, নিউজার্সী যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন গাফ্ফার, সিটি যুবলীগের সহ সভাপতি নাজমুল হোসেন, মোহাম্মদ রায়হান রশীদ ও মাহবুব হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ অলি আহমদ, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান রাজু, কুইন্স বরো যুবলীগের সাধারণ সম্পাদক সাইদ সিরাজ সৌরভ, ব্রঙ্কস বরো যুবলীগের সভাপতি শিপু চৌধুরী, ম্যানহাটান বরো যুবলীগের সভাপতি আজমান আলী ও সাধারণ সম্পাদক দীন ইসলাম প্রমুখ।
সভায় মিসবাহ আহমেদ বলেন, আওয়ামী যুবলীগ বাংলাদেশের ঐতিহ্যবাহী যুব সংগঠন। যুক্তরাষ্ট্র যুবলীগ নিয়েও আমরা গর্ব করতে পারি। অতীতের যেকোন সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র যুবলীগ এখন অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ। আমরা চাই সবার সম্মিলিত উদ্যোগে আগামী দিনে যুক্তরাষ্ট্র যুবলীগের যোগ্য কমিটি গঠিত হবে। যারা অতীত থেকে শুরু করে আজ পর্যন্ত যুবলীগের জন্য কাজ করে চলেছেন তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তত্ত্বাবধানে যুবলীগের যোগ্য নেতা-কর্মীরা আগামীতে নেতৃত্বে আসবেন। তিনি ২০১৯ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের বিজয় ধরে রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতের মতো এখনো জননেত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে-প্রবাসে ষড়যন্ত্র চলছে। অতীতের মতো আগামী দিনের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
ফরিদ আলম বলেন, আওয়ামী যুবলীগ বাংলাদেশের যুব সমাজের অংহকার আর গৌরবের সংগঠন। কেন্দ্রীয় যুবলীগ যেমন কেন্দ্রীয় আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করে চলেছে, তেমনি যুক্তরাষ্ট্র যুবলীগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করে যাবে। তিনি বলেন, সংগঠনের বৃহত্তর স্বার্থে আমরা যুবলীগের দায়িত্ব ছেড়ে দিলেও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় অবশ্যই আমাদের ভূমিকা থাকবে। আর যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় কাউন্সিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহযোগিতায় কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন কমিটি হবে এটাই আমার প্রত্যাশা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ থেকে যুক্তরাষ্ট্র যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
সভায় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। এজন্য যুবলীগের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে দেশে-প্রবাসে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার দাবী জানান। বক্তারা যুক্তরাষ্ট্র যুবলীগের বিদায়ী সভাপতি মিসবাহ আহমেদ ও বিদায়ী সাধারণ সম্পাদক ফরিদ আলমের নেতৃত্ব এবং তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ এবং আগামী দিনেও শক্তিশালী যুবলীগের কমিটি গঠনে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।
nys-city-juboleague-pic-3আলোচনা শেষে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অতিথিবৃন্দ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন।
সবশেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও স্বম্পা জামান সঙ্গীত পরিবেশন করেন।