নিউইয়র্ক ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কর্ণফুলী ট্রাভেলসের ওমরা হজ্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / ৫৪ বার পঠিত

নিউইয়র্ক : কর্ণফুলী ট্রাভেলস অফিসে ওমরা হজ্ব বিষয়ক কর্মশালা আনুষ্ঠিত হয়েছে। গত ৩ জানুয়ারী অনুষ্ঠিত এই কর্মশালায় ওমরা হজ্ব সংক্রান্ত বিষয় বিশেষ করে কিভাবে হাজীদের সেবা দেওয়া হবে এবং ওমরা হজ্ব পালনে বিভিন্ন রকম পরামর্শসহ যাবতীয় পরামর্শ দেওয়া হয়। এতে কর্মশালায় কর্ণফুলী ট্রাভেলস-এর কর্ণধার সেলিম হারুন, সিইও রেহানা আক্তার ও অফিস ম্যানেজার তাওহিদ মাহবুব মুন্না বক্তব্য রাখেন।

কর্মশালায় জানানো হয়, কর্ণফুলী ট্রাভেল্স এর প্রথম ওমরা হজ্ব গ্রুপগত বছরের ৫ আগষ্ট ওমরা পালনে গিয়েছিলেন। তারপর থেকে পর্যায়ক্রমে প্রতি মাসে ২/৩টা করে গ্রুপ পাঠিয়ে আসছে। প্রতিটি গ্রুপই ৫ তারকা হোটেলে অবস্থান করেন।

কর্মশালায় কর্ণফুলী ট্রাভেলস-এর কর্ণধার সেলিম হারুন জানান, প্রতি প্যাকেজে যে সব সার্ভিসগুলো থাকে প্রথমত এয়ার লাইন্স টিকেট, ৫ তারকা হোটেল, ভিসা, ট্রান্সপোটেশন, এয়ারপোর্ট থেকে পিকআপ, এয়ারপোর্টে ড্রপঅপসহ ওমরা হজ্ব গাইড। তারপরেও আমাদের নিজস্ব গাইড থাকে সৌদিতে যেকোন প্রকার সহযোগিতার জন্য। আমাদের প্যাকেজে হোটেল রুম শেয়ার নয়, আমরা ফ্যামিলিওয়াজ রুম দিয়ে থাকি। যদি সিঙ্গেল হয় সেক্ষেত্রে রুম শেয়ার করা হয় শুধুমাত্র প্যাকেজের মূল্য যাতে সাধ্যের মধ্যে থাকে। তিনি বলেন, আমরা ২০২৩ সালের প্রথম যে গ্রুপ জানুয়ারী ১৬ তারিখে পাঠিয়েছি, তাদের সবাইকে ৩ জানুয়ারী আমাদের নিজস্ব অফিসে আসার জন্য অনুরোধ করি, অনেকে এসেছেন অনেকেই সময়ের অভাবে আসতে পারেননি। ইতিমধ্যে সব হাজীরা মক্কা মদিনায় অবস্থান করছেন। কর্ণফুলী ট্রাভেল্স দীর্ঘদিন সবার সহযোগিতায় একই ভাবে সেবা দিয়ে যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করার ফোন: ৭১৮-২০৫-৬০৫০/৯১৭-৬৯১-৭৭২১। -প্রেস বিজ্ঞপ্তি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কর্ণফুলী ট্রাভেলসের ওমরা হজ্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

নিউইয়র্ক : কর্ণফুলী ট্রাভেলস অফিসে ওমরা হজ্ব বিষয়ক কর্মশালা আনুষ্ঠিত হয়েছে। গত ৩ জানুয়ারী অনুষ্ঠিত এই কর্মশালায় ওমরা হজ্ব সংক্রান্ত বিষয় বিশেষ করে কিভাবে হাজীদের সেবা দেওয়া হবে এবং ওমরা হজ্ব পালনে বিভিন্ন রকম পরামর্শসহ যাবতীয় পরামর্শ দেওয়া হয়। এতে কর্মশালায় কর্ণফুলী ট্রাভেলস-এর কর্ণধার সেলিম হারুন, সিইও রেহানা আক্তার ও অফিস ম্যানেজার তাওহিদ মাহবুব মুন্না বক্তব্য রাখেন।

কর্মশালায় জানানো হয়, কর্ণফুলী ট্রাভেল্স এর প্রথম ওমরা হজ্ব গ্রুপগত বছরের ৫ আগষ্ট ওমরা পালনে গিয়েছিলেন। তারপর থেকে পর্যায়ক্রমে প্রতি মাসে ২/৩টা করে গ্রুপ পাঠিয়ে আসছে। প্রতিটি গ্রুপই ৫ তারকা হোটেলে অবস্থান করেন।

কর্মশালায় কর্ণফুলী ট্রাভেলস-এর কর্ণধার সেলিম হারুন জানান, প্রতি প্যাকেজে যে সব সার্ভিসগুলো থাকে প্রথমত এয়ার লাইন্স টিকেট, ৫ তারকা হোটেল, ভিসা, ট্রান্সপোটেশন, এয়ারপোর্ট থেকে পিকআপ, এয়ারপোর্টে ড্রপঅপসহ ওমরা হজ্ব গাইড। তারপরেও আমাদের নিজস্ব গাইড থাকে সৌদিতে যেকোন প্রকার সহযোগিতার জন্য। আমাদের প্যাকেজে হোটেল রুম শেয়ার নয়, আমরা ফ্যামিলিওয়াজ রুম দিয়ে থাকি। যদি সিঙ্গেল হয় সেক্ষেত্রে রুম শেয়ার করা হয় শুধুমাত্র প্যাকেজের মূল্য যাতে সাধ্যের মধ্যে থাকে। তিনি বলেন, আমরা ২০২৩ সালের প্রথম যে গ্রুপ জানুয়ারী ১৬ তারিখে পাঠিয়েছি, তাদের সবাইকে ৩ জানুয়ারী আমাদের নিজস্ব অফিসে আসার জন্য অনুরোধ করি, অনেকে এসেছেন অনেকেই সময়ের অভাবে আসতে পারেননি। ইতিমধ্যে সব হাজীরা মক্কা মদিনায় অবস্থান করছেন। কর্ণফুলী ট্রাভেল্স দীর্ঘদিন সবার সহযোগিতায় একই ভাবে সেবা দিয়ে যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করার ফোন: ৭১৮-২০৫-৬০৫০/৯১৭-৬৯১-৭৭২১। -প্রেস বিজ্ঞপ্তি।