কর্ণফুলী ট্যাক্স ইন্ক’র নতুন অফিস উদ্বোধন

- প্রকাশের সময় : ০৩:৪২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ৭১ বার পঠিত
নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো কর্ণফুলী ট্যাক্স ইন্ক এর নতুন অফিস। দীর্ঘ দিন ধরে পরিচালিত জ্যাকসন হাইটসের পর লং আইল্যান্ডের গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে ১৬৭-১৮ হিলসাইড এভিনিউ ঠিকানায় জ্যামাইকা শাখা চালু করা হলো।
আগামী ২৩ জানুয়ারী সোমবার থেকে শুরু হচ্ছে ট্যাক্স ফাইলিং সিজন। আর এই সিজনকে সামনে রেখে নিউইয়র্কের লং আইল্যান্ড সহ স্থানীয় গ্রাহকদের সুবিধার জন্য জ্যামাইকায় উদ্বোধন হলো কর্ণফুলী ট্যাক্স ইন্ক’র নতুন অফিস। শুক্রবার (২০ জানুয়ারী) বাদ জুম্মা বিশেষ দোয়া মাহফিল আর ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মওলানা মির্জা আবু জাফর বেগ ।
প্রতিষ্ঠানটির উদ্বোধনকালে কর্ণফুলী ট্যাক্স ইন্ক’র কর্ণধার মোহাম্মদ হাসেম বলেন, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি বাড়ছে। তাই কমিউনিটির সেবাই আমাদের লক্ষ্য। তিনি জানান, জ্যাকসন হাইটস ও জ্যামাইকা শাখার পর বাফেলোতে বসবাকারী বাংলাদেশীদের সেবার লক্ষ্যে সেখানেও নতুন শাখা খোলা হবে কর্ণফুলী ট্যাক্স ইন্ক’র শাখা। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে টাইম টেলিভিশন-এর সিইও এবং বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহের, জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, হাফেজ রফিকুল ইমলাম, মুফতি আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন ।
পরে কর্ণফুলী ট্যাক্স ইনক’র জ্যামাইকা শাখার অফিসকারীদের সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মোহাম্মদ হাসেম। সূত্র : ইউএনএ