করোনায় রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যু
- প্রকাশের সময় : ০৮:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ৪৩ বার পঠিত
হককথা ডেস্ক: গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ-এর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আপন ছোট ভাই মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় রাত পৌনে ২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বঙ্গভবন সূত্র এবং রাষ্ট্রপতির পরিবারের ঘনিষ্ঠ ও আত্মীয় মাহবুবুল আলম সাজ্জাদ মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং শুভার্থী রেখে গেছেন।
জানা গেছে, করোনা উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই অধ্যাপক আবদুল হাই এর নমুনা পরীক্ষা করান। এ পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হলে তিনি তিনদিন হোম আইসোলেশনে থাকেন এবং ৫ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। এর আগে তার একমাত্র পুত্র সাইফ মোহাম্মদ ফারাবীর নমুনা পরীক্ষায়ও কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। তবে, তিনি হোম আইসোলেশনে থেকেই সেরে ওঠেন।
শোক প্রকাশ: এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আপন ছোট ভাই মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সংগঠনের পক্ষ থেকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে তার বেহেস্ত নসিব কামনা করেন বলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল মিয়া (এনাম) জানিয়েছেন।
এছাড়াও কিশোরগঞ্জ জেলা এসোসিয়েশন ইউএসএ’র পক্ষ থেকেও অধ্যাপক আবদুল হাই-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।