করোনায় এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদের মৃত্যু
- প্রকাশের সময় : ১২:২৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ৩৬ বার পঠিত
হককথা ডেস্ক: করোনাভাইরাসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৩ আগষ্ট) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, গত ২৫ জুলাই আব্দুস শহীদের করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৭ জুলাই তাকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৮ জুলাই তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাংবাদিক আব্দুস শহীদ ১৯৫৭ সালে লক্ষীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে এনটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
আব্দুস শহীদ দৈনিক দিনকালের চিফ রিপোর্টারের দায়িত্বে ছিলেন। পরে তিনি এনটিভিতে শুরু থেকে যোগ দেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি, বিএফইউজে’র সাবেক সহ সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।
শোক প্রকাশ: এদিকে বিশিষ্ট সাংবাদিক আব্দুস শহীদের অকাল মৃত্যুতে দেশ ও প্রবাসের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুস শহীদের মৃত্যুতে এনটিভি পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
জাতীয় প্রেসক্লাব-এর সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে আবদুস শহীদের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তার মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন বিএফইউজে’র (একাংশ) মহাসচিব এম আব্দুল্লাহ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আহমেদ ও শিবলী চৌধুরী কায়েস প্রমুখ।
এছাড়াও বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন পরিবারের পক্ষ থেকে সম্পাদক/সিইও আবু তাহের সাংবাদিক আব্দুস শহীদের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।