কমিউনিটির পরিচিত মুখ নিয়ামুল করীম হাসপাতালে : সবার দোয়া কামনা
- প্রকাশের সময় : ০২:১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০১৬
- / ১১০৮ বার পঠিত
নিউইয়র্ক: কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক আপ্যায়ন সম্পাদক নিয়ামুল করীম গুরুতর অসুস্থ্য। তিনি লং আইল্যান্ড জুইস হাসপাতালের এমআইসিইউ-এ চিকিৎসাধীন আছেন। তিনি কিডনী ও হার্টসহ শারীরিক নানা জটিল সমস্যায় ভুগছেন।
সিটির জ্যামাইকায় বসবাসকারী নিয়ামুল করীম দীর্ঘদিন ধরে কিডনী সমস্যায় ভুগছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এই অবস্থায় গত ৯ মার্চ বুধবার তিনি বুকে মারাত্বক ব্যাথা অনুভব করলে ঐদিন তাকে লং আইল্যান্ড জুইস হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে একই হাপাতালের এমআইসিইউ-এ স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি এমআইসিইউ-তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি কথা বলতে পারছেন না। তাকে অন্যান্য চিকিৎসার সাথে ঘুম পারিয়ে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে অসুস্থ্য নিয়ামুল করীমের দ্রুত সুস্থ্যতার জন্য তার পরিবারের পক্ষ থেকে সকল প্রবাসীর দোয়া কামনা করা হয়েছে।