কবি রাশিদুল কবীর চিশতীর নামাজে জানাজা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০১:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
- / ৮৮৭ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): প্রবীণ প্রবাসী, কমিউনিটির পরিচিত মুখ কবি রাশিদুল কবীর চিশতী আর নেই। গত শনিবার (২ জুন) বেলা ২টা ১৫মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৪ কন্যা সহ বহু আতœীয়-স্বজন রেখে যান। এদের মধ্যে ২ পুত্র ও ২ কন্যা নিউইয়র্কে বসবাস করছেন। তার মরহদেহ সোমবার (৪ জুন) নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হবে। খবর ইউএনএ’র।
নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী মরহুম চিশতীর পুত্র মসরুর কবীর ইউএনএ প্রতিনিধিকে জানান, বাবা রাশিদুল কবীর চিশতী নিউইয়র্কের জ্যামাইকার হাইল্যান্ড এভিনিউর বাসায় বসবাস এবং বাধ্যক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ১ জুন শুক্রবার বিকেলে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে ৯১১ কল করে তাকে নিকটবর্তী কুইন্স জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। পরবর্তীতে তাকে হাসপাতালের জরুরী বিভাগ থেকে আইসিইউ-তে পর্যবেক্ষণে রেখে সেবা দেয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি হয় এবং শনিবার বেলা ২টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
মরহুম কবি চিশতীর নামাজে জানাজা শনিবার বাদ এশা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিম আলহাজ মির্জা আবু জাফর বেগ এই নামাজে ইমামতি করেন। জানাজার নামাজের আগে পরিবারের পক্ষ থেকে মরহুমের জৈষ্ঠ্য পুত্র আশরাফুল কবীর জনিদ উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং দোয়া কামনা করেন। বিপুল সংখ্যক মুসল্লী জানাজায় শরীক হন। তার মরদেহ নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে সোমবার (৪ জুন) দাফন করা হবে বলে মনসরুর কবীর জানান।
কবি রাশিদুল কবীর চিশতী ব্যক্তিগত জীবনে একজন হাসি-খুশী মানুষ ছিলেন। তিনি সনেট কবিতা লিখতে ভালোবাসতেন। তার লেখা নিয়ে একাধিক বই প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি নিউইয়র্কের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখতেন।
উল্লেখ্য, মরহুম চিশতী প্রবাসের পরিচিত মুখ আনিসুল কবীর জাসিরের পিতা। জাসির বর্তমানে ঢাকায় বসবাস এবং ঢাকা আহসানিয়া মিশনের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কবি চিশতীর ইন্তেকালের খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
শোক প্রকাশ: কবি রাশিদুল কবীর চিশতীর ইন্তেকালে কমিউনিউটির বিশিষ্ট ব্যক্তিবর্গ পৃথক পৃথক বার্তায় ব্যক্তিগতভাবে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা করেছেন। শোক প্রকাশকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, বাংলা পত্রিকা’র নির্বাহী নিয়াজ মাখদুম ও বার্তা সম্পাদক হাবিবুর রহমান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, খানস টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান, ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ, বিশিষ্ট ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা নাজির সিনহা, সঙ্গীত শিল্পী ওয়াহিদ আজাদ প্রমুখ।