নিউইয়র্ক ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কনস্যুলার ফি কমানোর দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সোসাইটির স্মারকলিপি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / ৪২ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি, ইনক. কনস্যুলার সেবার ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে, তা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। সোসাইটির পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কনস্যুলেট সার্ভিসের বিভিন্ন সেবার ফি কোন কোন ক্ষেত্রে ৭৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ প্রবাসীদের জন্য অন্যায় ও অযৌক্তিক আর্থিক চাপ হিসেবে দেখা দিয়েছে। সোসাইটি এই সিদ্ধান্তকে প্রবাসীবান্ধব সরকারের নীতির পরিপন্থী এবং প্রবাসীদের প্রতি অমানবিক আচরণের প্রতিফলন হিসেবে উল্লেখ করে।
গত ৫ জুন, বুধবার, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্ক-এর ভাইস কনসালের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মফিজুল ভুঁইয়া রুমি, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল কাশেম।
স্মারকলিপিতে সোসাইটির পক্ষ থেকে উল্লেখ করা হড, ‘যেখানে প্রবাসীরা দুই হাত ভরে দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে সহযোগিতা করে যাচ্ছে, সেখানে এমন সিদ্ধান্ত প্রবাসীদের প্রতি অবহেলার সামিল।’
বাংলাদেশ সোসাইটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে প্রবাসীদের সঙ্গে পরামর্শক্রমে একটি সহনশীল ও মানবিক ফি কাঠামো নির্ধারণ করা হোক।’ বাংলাদেশ সোসাইটি আশা প্রকাশ করে, সরকারের যথাযথ দৃষ্টি ও দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে এই সংকটের দ্রæত সমাধান হবে এবং প্রবাসীদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। -প্রেস বিজ্ঞপ্তি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কনস্যুলার ফি কমানোর দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সোসাইটির স্মারকলিপি

প্রকাশের সময় : ১২:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি, ইনক. কনস্যুলার সেবার ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে, তা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। সোসাইটির পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কনস্যুলেট সার্ভিসের বিভিন্ন সেবার ফি কোন কোন ক্ষেত্রে ৭৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ প্রবাসীদের জন্য অন্যায় ও অযৌক্তিক আর্থিক চাপ হিসেবে দেখা দিয়েছে। সোসাইটি এই সিদ্ধান্তকে প্রবাসীবান্ধব সরকারের নীতির পরিপন্থী এবং প্রবাসীদের প্রতি অমানবিক আচরণের প্রতিফলন হিসেবে উল্লেখ করে।
গত ৫ জুন, বুধবার, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্ক-এর ভাইস কনসালের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মফিজুল ভুঁইয়া রুমি, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল কাশেম।
স্মারকলিপিতে সোসাইটির পক্ষ থেকে উল্লেখ করা হড, ‘যেখানে প্রবাসীরা দুই হাত ভরে দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে সহযোগিতা করে যাচ্ছে, সেখানে এমন সিদ্ধান্ত প্রবাসীদের প্রতি অবহেলার সামিল।’
বাংলাদেশ সোসাইটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে প্রবাসীদের সঙ্গে পরামর্শক্রমে একটি সহনশীল ও মানবিক ফি কাঠামো নির্ধারণ করা হোক।’ বাংলাদেশ সোসাইটি আশা প্রকাশ করে, সরকারের যথাযথ দৃষ্টি ও দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে এই সংকটের দ্রæত সমাধান হবে এবং প্রবাসীদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। -প্রেস বিজ্ঞপ্তি।