এ এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৯:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০১৬
- / ৬৫৪ বার পঠিত
নিউইয়র্ক: পবিত্র রমজান উপলক্ষ্যে এ এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক’র ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। জ্যামাইকার পার্সন্স বুলেভার্ডস্থ কাঁঠাল বাগান রেষ্টুরেন্টে গত ২২ জুন বুধবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন কারী মওলানা মনিরুল ইসলাম। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং হককথা ও ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা শরাফ সরকার ও আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী হাফিজুর রহমান হাফিজ, ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান রহমান মিজান, ফুলতলী মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন ও কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবাদুর রহমান খালেদ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান, আনোয়ার হোসেন, নাজমুল হোসেন, আবুল কাশেম মাস্টার সহ কমিউনিটির বিশিষ্টজন ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলী হোসেন অতিথিদের স্বাগত জানান।
ইফতার মাহফিলে সম্প্রতি পরলোকগমকারী আলী হোসেনের পিতা আহমদ হোসেনের বিদেহী আতœার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য, পিতা আহম্মদ হোসেন জীবিত থাকাকালে তার নামানুসারে আলী হোসেন নিউইয়র্কে এ এইচ (আহম্মদ হোসেন) ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক প্রতিষ্ঠা করেন। প্রবাস ও দেশে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের সেবা করাই এই ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য।