নিউইয়র্কবাসী আব্দুল আউয়াল চৌধুরী জুবেরের অকাল মৃত্যু

- প্রকাশের সময় : ০৫:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ৯৬ বার পঠিত
হককথা রিপোর্ট: নিউইয়র্ক প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসিত চৌধুরীর বড় ছেলে আব্দুল আউয়াল চৌধুরী জুবের শনিবার (২০ আগষ্ট) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলে ৪৬ বছর। মৃত্যুকালে তিনি মা-বাবা, এক ভাই ও এক বোন এবং স্ত্রী, ২ ও ৫ বছরের দুই পুত্র সহ বহু আতœীয়-স্বজন রেখে যান। তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে বিশেষ করে সিলেটী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের গ্রামের বাড়ী সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার করিমপুর। তিনি তার পরিবারের সাথে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় বসবাস করছিলেন।
কমিউনিটির পরিচিত মুখ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি এম এ কাইয়্যুম এর ভাগিনা মরহুম জুবের ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব ইউএসএ’র সহ সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করছিলেন।
জানা গেছে, গত ১৮ আগষ্ট বৃহস্পতিবার রাতের কাজ শেষে বাসায় ফিরে ফজরের নামাজ আদায়ের পর এক পর্যায়ে বাথ রুমে যান এবং স্ট্রোকের শিকার হন। পরবর্তীতে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে আব্দুল আউয়াল চৌধুরী জুবের মৃত্যুবরণ করেন।
আব্দুল আউয়াল চৌধুরী জুবেরের আকস্মিক মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। এছাড়াও টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা পরিবারের পক্ষ থেকে সিইও আবু তাহের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন আব্দুল হাসিম হাসনু, সৈয়দ ইলিয়াস খসরু, কুলাউড়া বাংলাদেশী এসেসিয়েশন অব ইউএসএ’র সভাপতি শাহ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ।