এস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টে দূর্বৃত্তের হামলা : বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ
- প্রকাশের সময় : ০২:৩৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ৭৮ বার পঠিত
হককথা ডেস্ক : নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এস্টোরিয়ার ৩৬ এভিন্যুতে অবস্থিত বৈশাখী রেস্টুরেন্টে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সাব্বির আহমদ নামের এক বাংলাদেশী রেস্টুরেন্ট কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সাব্বির আহমদ (৩৫) বর্তমানে আশংকামুক্ত বলে জানা গেছে। গত ৩ জুন শনিবার বেলা সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। আহত সাব্বিরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাব্বির আহমদের কোমরে দুটি গুলি লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে, ঘটনার পর হামলাকারী দ্রুত পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে চিহ্নিত করতে পেরেছে। তার নাম মো. এলাহি বলে জানিয়েছে পুলিশ।
নিউইয়র্কের বহুল প্রচারিত ইংরেজী দৈনিক ‘নিউইয়র্ক পোস্ট’ ‘ Frightening video shows man open fire inside NYC restaurant shoot man, 35 in the buttocks’ শিরোনামে এবং অপর ইংরেজী দৈনিক ‘ডেইলী নিউজ’ ‘Worker shot in the butt at Queens restaurant is second violent attack at eatery in a week video’ শিরোনামে খবরটি প্রকাশ করে। এছাড়াও নিউইয়র্কের বিভিন্ন টিভি চ্যানেলে খবরটি গুরুত্বের সাথে প্রচারিত হয়।২৯-১৪ ৩৬ এভিনিউস্থ বৈশাখী রেষ্টুরেন্টের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, শনিবার বিকালে কুইন্সের এস্টেরিয়াতে অবস্থিত বৈশাখী রেস্তোরাঁয় ৩টা ৩০ মিনিটের দিকে লাল হুডি ও কালো মাস্ক পরা একজন বন্দুক নিয়ে ঢুকে পড়ে। এই পরিস্থিতি দেখে এসময় রেষ্টুরেন্টের ভেতরে থাকা ৫জন কাস্টমার আতঙ্কিত হয়ে পড়েন। এদের মধ্যে একজন শিশুও ছিলো।
ভিডিওতে আরও দেখা যায়, ভেতরে থাকা একটি শিশুকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান একজন নারী। হামলাকারী তার কাঁধে ঝুলানো ব্যাগের ভিতর থেকে তার গান বের করে কাউন্টারের পেছনে দৌড়ে সেখানকার এক কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছুড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহতকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে।একজন কর্মচারী বলেন, ‘গুলি চালানোর সময় আমি রেস্তোরাঁর পেছনে কাজ করছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। প্রথমে বুঝতে পারিনি গুলি নাকি অন্যকিছু।’ এদিকে সন্দেহভাজন হামলাকারী এখনও আটক হয়নি। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে রেস্টুরেন্টের অন্যতম পরিচালক পারভেজ মজুমদার বলেন, হটাৎ গুলির আওয়াজ শুনে তিনি এগিয়ে গিয়ে মাস্ক পরা অস্ত্রধারীকে দেখতে পান। সে সাব্বিরকে লক্ষ্য করে গুলি ছুড়ে দৌড়ে পালিয়ে যায়।
তবে কেন এই হামলা তা তার জানা নেই, বলেন পারভেজ। এদিকে, এলাকাবাসীর সাথে আলাপ করে জানা গেছে, দু’দিন আগে পাশ্ববর্তী নোভেল গ্রোসারীর মালিকের ছেলে নোভেল এর সাথে সাব্বিরের কথা কাটাকাটি হয়। সাব্বিরের এক রুমমেট টিপুর সাথে তার পূর্ব বিরোধের কারণেই সাব্বিরকে টার্গেট করা হতে পারে বলে তাদের ধারণা। এব্যাপারে প্রশ্ন করা হলে বৈশাখী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আবু সুলতান তাহের আতিক বলেন, ঘটনার সময় সে মুখোশ পরেছিল। যার কারণে তার মুখ দেখা যায়নি। অজ্ঞাত বন্দুকধারী তিনটি গুলি করে পাশ্ববর্তী গেইট দিয়ে পালিয়ে যায় সে। পুলিশ সবকিছু নিয়ে গেছে। তারাই তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করবে- যোগ করেন তিনি।
ঘটনাটি এস্টোরিয়ার ৩৬ এভিনিউ সহ বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই বৈশাখী রেষ্টুরেন্টটি সুনামের সাথে ব্যবসা চালিয়ে আসছি। বাংলাদেশী মালিকানাধীন এই রেষ্টুরেন্টের মাজাদার খাবার নিয়ে বিশ্বখ্যাত ইংরেজী দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’ বিশেষ ফিচার প্রকাশ করে। এছাড়াও মহামারী করোনার সময় ২০২১ সালে কমিউনিটি সার্ভিসে অবদানের জন্য ‘স্পেশাল কংগ্রেশনাল রিকগনাইজেশন’ স্বীকৃতি লাভ করে।
সুমি/হককথা