এএমসি’র উদ্যোগে ঈদুল আযহার বিশাল ঈদ জামাত

- প্রকাশের সময় : ০৯:৩৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ৬৬ বার পঠিত
আশরাফুল হাবীব মিহির : নিউইর্য়কের কুইন্সে অবস্থিত আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি)-এর উদ্যোগে মসজিদের সামনে অবস্থিত রুফুস কিং পার্কের খোলা মাঠে বিশাল পরিসরে এবং মসজিদে ঈদুল আজহার তিনটি ঈদ জামাতের আয়োজন করা হয়।
এএমসি কর্তৃপক্ষ, দুরদুররান্তে কোরবানী করতে যাওয়া ব্যক্তিদের সুবিধার কথা চিন্তা করে শনিবার (৯ জুলাই) ঈদের প্রথম জামাতটি সকাল ৬টায় মসজিদ ভবনে আয়োজন করে। এতে ইমামতি করেন হাফেজ ওমর ফারুক।
রুফুস কিং পার্কের খোলা মাঠে সকাল ৮টার দ্বিতীয় ঈদ জামাতের ইমামতি করেন আমেরিকান মুসলিম সেন্টারের ইমাম আতাউর রহমান। সকাল ১০টার তৃতীয় জামাতের ইমামতি করেন এএমসি’র ডাইরেক্টর ফয়সাল নেওয়াজ, খুতবা ও বিশেষ দোয়া পাঠ করান এএমসি’র চেয়ারম্যান ইমাম মির্জা আবু জাফর বেগ।
ঈদ জামাতে আসার সময় সকলে সাথে নামাজের জায়নামায নিয়ে আসেন এবং মাঠে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা ছিলো। এএমসির উদ্যোগে সর্ববৃহৎ ঈদের দুই জামাতেই পুরুষ ও মহিলার উল্লেখযোগ্য ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলকে প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এবারের আয়োজন সহ, বিশাল খোলা মাঠে ঈদ জামাতের, এটি হলো এএমসির উদ্যেগে ৫ম আয়োজন।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে এএমসি চেয়ারম্যান ইমাম মির্জা আবু জাফর বেগ, হাজী ক্যাম্প মসজিদের ইমাম রফিকুল ইসলাম, মো: শাহ নেওয়াজ, খালেদ মাসুদ, সিদ্দীকুল ইসলাম সহ প্রবীণ ও নবীণ উলামায়ে কেরাম ছাড়াও কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ সহ সাংবাদিক ও মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হককথা/টিএ