নিউইয়র্ক ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির শোক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ৬ বার পঠিত

হককথা ডেস্ক: সিটির ম্যানহাটানে এক বন্ধুকধারীর গুলিতে দায়িত্ব পালনকালে এনওয়াইপিডি’র অফিসার বাংলাদেশী দদারুল ইসলাম রতন নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত গত ২৮ জুলাই, সোমবার বিকেল সাড়ে ছয়টার দিকে এক বন্দুকধারীর গুলিতে রতন সহ আরো ৩জন নিহত হন। এই ঘটনায় বন্দুকধারী নিজেও আতœহত্যা করে।
মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: বাংলাদেশ সোসাইটি, ইনক গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এনওয়াইপিডি’র গর্বিত অফিসার দিদারুল ইসলাম রতনকে, যিনি কর্তব্যরত অবস্থায় আততায়ীর গুলিতে শহীদ হয়েছেন। অফিসার দিদারুল ইসলাম নিউইয়র্ক সিটিতে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন অসীম সাহস, নিষ্ঠা ও সততার সঙ্গে। তার অকাল মৃত্যু শুধু তার পরিবার ও সহকর্মীদের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আত্মত্যাগ আমাদের সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সোসাইটির সভাপতি মোহাম্মদ আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, ‘কমিউনিটির একজন সাহসী সন্তানের এভাবে চলে যাওয়া আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা সকল প্রবাসীর কাছে দোয়া কামনা করি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।’
বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকেও মরহুমের আত্মার শান্তি এবং তার পরিবারের ধৈর্য ও শক্তি কামনা করে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির শোক

প্রকাশের সময় : ০১:১৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

হককথা ডেস্ক: সিটির ম্যানহাটানে এক বন্ধুকধারীর গুলিতে দায়িত্ব পালনকালে এনওয়াইপিডি’র অফিসার বাংলাদেশী দদারুল ইসলাম রতন নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত গত ২৮ জুলাই, সোমবার বিকেল সাড়ে ছয়টার দিকে এক বন্দুকধারীর গুলিতে রতন সহ আরো ৩জন নিহত হন। এই ঘটনায় বন্দুকধারী নিজেও আতœহত্যা করে।
মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: বাংলাদেশ সোসাইটি, ইনক গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এনওয়াইপিডি’র গর্বিত অফিসার দিদারুল ইসলাম রতনকে, যিনি কর্তব্যরত অবস্থায় আততায়ীর গুলিতে শহীদ হয়েছেন। অফিসার দিদারুল ইসলাম নিউইয়র্ক সিটিতে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন অসীম সাহস, নিষ্ঠা ও সততার সঙ্গে। তার অকাল মৃত্যু শুধু তার পরিবার ও সহকর্মীদের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আত্মত্যাগ আমাদের সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সোসাইটির সভাপতি মোহাম্মদ আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, ‘কমিউনিটির একজন সাহসী সন্তানের এভাবে চলে যাওয়া আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা সকল প্রবাসীর কাছে দোয়া কামনা করি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।’
বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকেও মরহুমের আত্মার শান্তি এবং তার পরিবারের ধৈর্য ও শক্তি কামনা করে গভীর শোক প্রকাশ করা হয়েছে।