‘এক হাতে বাজে অগ্নিবীণা কণ্ঠে গীতাঞ্জলি’
- প্রকাশের সময় : ০৩:৪০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭
- / ৭৬৯ বার পঠিত
নিউইয়র্ক: বাংলা সাহিত্যের দুই বরেণ্য ব্যক্তিত্ব ‘বিশ্বকবি‘ খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর আর ‘বিদ্রোহী কবি’ খ্যাত কাজী নজরুল ইসলামকে নিয়ে সাংস্কৃতিক শতদল ইনক আয়োজন করতে যাচ্ছে নিরীক্ষামূলক অনুষ্ঠান ‘এক হাতে বাজে অগ্নিবীণা কণ্ঠে গীতাঞ্জলি’। আগামী ২১ মে রোববার সিটির জ্যাকসন হাইটসস্থ পিএস ১৪৯ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রবাসীসহ বাংলা ভাষাভাষী নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র-নজরুলকে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে শিশু-কিশোর-কিশোরীদের বিভিন্ন প্রতিেিযাগিতা, গান, কবিতা, নাচ ও আলোচনা।
জ্যাকসন হাইটসস্থ মেজবান রেস্টুরেন্ট গত ১২ মে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আয়োজক সংগঠন শতদল-এর প্রেসিডেন্ট ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক কবির কিরণ এসব তথ্য জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব দেবল গুপ্তা। সভামঞ্চে উপবিষ্ট ছিলেন কবি ও সাংবাদিক ড. মাহবুব হাসান, কবি এবিএম সালেউদ্দীন, জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএিসএ’র সভাপতি আব্দুল আজিজ নাঈমী, বিশিষ্ট রাজনীতিক আবু তালেব চৌধুরী চান্দু, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় এবং শিক্ষা সম্পাদক আহসান হাবীব। খবর ইউএনএ’র।
আলোচনায় আরো অংশ নেন সাপ্তাহিক বর্ণমালা’র প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, হককথা.কম সম্পাদক সালাহউদ্দিন আহমেদ ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সহ জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র সহ সভাপতি সভাপতি খন্দকার হুমায়ুন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট গোফরানুল হক, তাবরিনা কবীর ছন্দা, তুহিন আজাদ রোজী প্রমুখ।
অনুষ্ঠানে কবীর কিরণ বলেন, মে মাসেই কবি রবীন্দ্র-নজরুলের জন্ম মাস। তাই ২১ মে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে বরেণ্য দুই কবিকে আর বাংলা সাহিত্য-সংস্কৃতিকে প্রবাসী বাঙালী-বাংলাদেশীদেরসহ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য।
দেবুল গুপ্তা বলেন, ‘এক হাতে বাজে অগ্নিবীণা কণ্ঠে গীতাঞ্জলি’ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ভাষা আর বাংলা সাহিত্যকে তুলে ধরাই আমাদের লক্ষ্য। সেই সাথে আগামী দিনে প্রবাসে নজরুল একাডেমী প্রতিষ্ঠার মধ্য দিয়ে কবি নজরুল বহুমূখী প্রতিভার বিকাশ ও দুই বাংলার রবি-নজরুলকে তুলে ধরা এবং রবি-নজরুলের লেখা সংগ্রহ করার পথ প্রশস্ত করতেই এমন অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানটি সফল করতে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে অন্যান্য বক্তারা ‘এক হাতে বাজে অগ্নিবীণা কণ্ঠে গীতাঞ্জলি’ শীর্ষক ব্যতিক্রমী অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, রবীন্দ্র-নজরুল বাংলা ভাষাভাষীদের প্রাণের কবি। তাদের তুলনা তারা নিজেই। তাদের কারো সাথে কারো তুলনা হয়না। তাই তাদের নিয়ে অনুষ্ঠান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরী। কবি রবি-নজরুল নিয়ে এমন অনুষ্ঠান, মন্তব্য বা বক্তব্য হওয়া/দেয়া উচিৎ হবে না যাতে তাদের নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি বা ভুল-বুঝাবুঝির সৃষ্টি হয়।
মতবিনিময় সভায় জানানো হয়, কাজী নজরুল ইসলামের নাতনী বাচিক শিল্পী অনিন্দিতা কাজী, বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী সুজিত মুস্তফা, জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা, উদীয়মান তরুণ শিল্পী শবনম আবেদী, নজরুল সঙ্গীত শিল্পী উলফাৎ পারভীন রোজি ছাড়াও বাংলাদেশ, ভারত, উত্তর আমেরিকার গুণী শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও শতদল, বিপা, সুরছন্দ, ইন্ডিয়ান কালচারাল কমিউনিটি (আইসিসি), সৃজনী, শিল্পকলা একাডেমীর শিল্পীরা অনুষ্ঠানে পারফর্ম করবেন।
অনুষ্ঠানে শিশু কিশোরদের জন্য অডিটোরিয়ামে থাকবে প্রতিযোগিতার আয়োজন। বেলা ১:০০ টা থেকে ৩:২০টা চলবে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার ক গ্রুপ (১-৫ গ্রেড)-এর বিষয় রবীন্দ্র ও নজরুলের ছবি আঁকা, খ গ্রুপ (৬-৮ গ্রেড )-এর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা (শুধুমাত্র রবীন্দ্র-নজরুল এর যে কোনো সংক্ষিপ্ত কবিতা)। গ গ্রুপ (৯-১২ গ্রেড)-এর রচনা প্রতিযোগিতা (বিষয়- রবীন্দ্র-নজরুল’র সম্পর্ক, ২০০ শব্দের মধ্যে হতে হবে (ইংরেজী অথবা বাংলায়)। প্রতিযোগিতার প্রতিটা বিষয়ের উপর প্রথম স্থান অধিকারীকে পুরস্কার দেয়া হবে এবং মূল মঞ্চে ডাকা হবে। ইভেন্ট-এর পক্ষ থেকে কাগজ ও পেন্সিল সরবরাহ করা হবে। এছাড়াও বেলা ৩:৩০টা থেকে চলবে প্রবাসী ও অতিথি শিল্পীদের পরিবেশনা। অনুষ্ঠান চলবে রাত ০৯:১৫ টায়।