নিউইয়র্ক ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে লিটু আনামের মহাকাল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:১৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৭৯ বার পঠিত

নিউইয়র্ক : অমর একুশে বইমেলা-২০২৩ এ প্রকাশিত হচ্ছে নিউইয়র্ক প্রবাসী কথা সাহিত্যিক লিটু আনামের উপন্যাস মহাকাল। বই সম্পর্কে লেখক বলেন- এটি একটি মিষ্টি প্রেমের গল্প বললে ভুল হবে কিনা সেটা নিয়ে আমি নিজেও নিশ্চিত করে বলতে পারছি না। লুকুপুতু প্রেমের গল্প লেখা তো আমাকে দিয়ে হবে না। প্রতিটি গল্প আমরা মানুষের জীবন থেকেই নিয়ে থাকি কিন্তু একেক জনের বলার ধরন একেক রকম। একটু ছোট্ট মিষ্টি ভালোবাসার গল্পকে আমি আমার মত করে বলতে চেষ্টা করেছি মাত্র। আশা করি আমার পাঠক মহলে সমাদ্রিত হবে।

মহাকাল প্রকাশিত হবে প্রিয়মুখ প্রকাশনী থেকে। বইমেলাতে প্রিয়মুখ ১৩১-১৩২ নং স্টলে পাওয়া যাবে। মেলার পর রকমারি এবং লিটু আনাম ডক কম নামক লেখকের নিজস্ব ওয়েব পেজ থেকে অর্ডার করা যাবে। বইটির প্রচ্ছদ করেছেন হোসেন শাহরিয়ার তৈমুর এবং অলংকরণ করেছেন রায়হান শশী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতোকত্বর সম্পন্ন করে বর্তমানে আমেরিকা প্রবাসী নিউইয়র্কে বসবাসরত বাঙালীদের মধ্যে তরুন উদ্যোক্তা ও সমাজকর্মী, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে তার যথেষ্ট পরিচিতি রয়েছে। পেশায় ব্যবসায়ী হলেও বাংলা সাহিত্যর প্রতি অনুরাগ থেকেই সাহিত্য চর্চা শুরু। লেখকের ছোট গল্প চতুষ্কোণ ও চতুর্ভুজ, থ্রিলার নিকিতার অভিযান, ফিকশন- দানব, শিশুতোষ গল্প সুজানা এবং দার্শনিক সিরিজের- দার্শনিক কম চিন্তাবিদ বেশী এবং নীলা সেদিন নীল শাড়ী পরেছিল নামে আরো সাতটি বই প্রকাশিত হয়েছে যা পাঠক প্রিয়তা লাভ করে ।- প্রেস বিজ্ঞপ্তি

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে লিটু আনামের মহাকাল

প্রকাশের সময় : ০৬:১৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩

নিউইয়র্ক : অমর একুশে বইমেলা-২০২৩ এ প্রকাশিত হচ্ছে নিউইয়র্ক প্রবাসী কথা সাহিত্যিক লিটু আনামের উপন্যাস মহাকাল। বই সম্পর্কে লেখক বলেন- এটি একটি মিষ্টি প্রেমের গল্প বললে ভুল হবে কিনা সেটা নিয়ে আমি নিজেও নিশ্চিত করে বলতে পারছি না। লুকুপুতু প্রেমের গল্প লেখা তো আমাকে দিয়ে হবে না। প্রতিটি গল্প আমরা মানুষের জীবন থেকেই নিয়ে থাকি কিন্তু একেক জনের বলার ধরন একেক রকম। একটু ছোট্ট মিষ্টি ভালোবাসার গল্পকে আমি আমার মত করে বলতে চেষ্টা করেছি মাত্র। আশা করি আমার পাঠক মহলে সমাদ্রিত হবে।

মহাকাল প্রকাশিত হবে প্রিয়মুখ প্রকাশনী থেকে। বইমেলাতে প্রিয়মুখ ১৩১-১৩২ নং স্টলে পাওয়া যাবে। মেলার পর রকমারি এবং লিটু আনাম ডক কম নামক লেখকের নিজস্ব ওয়েব পেজ থেকে অর্ডার করা যাবে। বইটির প্রচ্ছদ করেছেন হোসেন শাহরিয়ার তৈমুর এবং অলংকরণ করেছেন রায়হান শশী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতোকত্বর সম্পন্ন করে বর্তমানে আমেরিকা প্রবাসী নিউইয়র্কে বসবাসরত বাঙালীদের মধ্যে তরুন উদ্যোক্তা ও সমাজকর্মী, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে তার যথেষ্ট পরিচিতি রয়েছে। পেশায় ব্যবসায়ী হলেও বাংলা সাহিত্যর প্রতি অনুরাগ থেকেই সাহিত্য চর্চা শুরু। লেখকের ছোট গল্প চতুষ্কোণ ও চতুর্ভুজ, থ্রিলার নিকিতার অভিযান, ফিকশন- দানব, শিশুতোষ গল্প সুজানা এবং দার্শনিক সিরিজের- দার্শনিক কম চিন্তাবিদ বেশী এবং নীলা সেদিন নীল শাড়ী পরেছিল নামে আরো সাতটি বই প্রকাশিত হয়েছে যা পাঠক প্রিয়তা লাভ করে ।- প্রেস বিজ্ঞপ্তি