এএমসি’র উদ্যোগে ঈদুল আযহার বিশাল ঈদ জামাত

- প্রকাশের সময় : ০৩:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ৩৫ বার পঠিত
বিশেষ প্রতিনিধি: নিউইর্য়কের কুইন্সে অবস্থিত আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি)-এর উদ্যোগে মসজিদের সামনে অবস্থিত রুফুস কিং পার্কের খোলা মাঠে বিশাল পরিসরে এবং মসজিদে ঈদুল আজহার তিনটি ঈদ জামাতের আয়োজন করা হয়।
এএমসি কর্তৃপক্ষ, দুরদুররান্তে কোরবানী করতে যাওয়া ব্যক্তিদের সুবিধার কথা চিন্তা করে মঙ্গলবার (২০ জুলাই) ঈদের প্রথম জামাতটি সকাল সোয়া ৬টায় মসজিদ ভবনে আয়োজন করে। এতে ইমামতি করেন আমেরিকান মুসলিম সেন্টারের ইমাম আতাউর রহমান।
রুফুস কিং পার্কের খোলা মাঠে সকাল ৮টার দ্বিতীয় ঈদ জামাতের ইমামতি করেন মুফতি ওবায়েদুল্লাহ। সকাল ১০টার তৃতীয় জামাতের ইমামতি করেন টেক্সাস থেকে আগত আব্দুল মুসকিত, খুতবা ও বিশেষ দোয়া পাঠ করান এএমসি’র চেয়ারম্যান ইমাম মির্জা আবু জাফর বেগ।
ঈদ জামাতে আসার সময় সকলে মাস্ক পরিধান এবং সাথে নামাজের জায়নামায নিয়ে আসেন, মাঠে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা ছিলো। এএমসির উদ্যোগে সর্ববৃহৎ ঈদের দুই জামাতেই পুরুষ ও মহিলার উল্লেখযোগ্য ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলকে প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এবারের আয়োজন সহ, বিশাল খোলা মাঠে ঈদ জামাতের, এটি হলো এএমসির উদ্যেগে ৪র্থ আয়োজন। এমএমসি কর্তৃপক্ষ, যথাযত স্বাস্থ্যবিধি ও সিটি প্রদত্ত নীতিমালা গুরুত্ব সহকারে পালন করে এই ঈদ জামাতের আয়োজন করেছে।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে এএমসি চেয়ারম্যান ইমাম মির্জা আবু জাফর বেগ, মুফতি আব্দুল মালেক, ইমাম রফিকুল ইসলাম, আব্দুল হালী হাকিমী, গিয়াস ভূঁইয়া, জামাল মজুমদার, বাকী বিল্লাহ, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মনির হোসাইন সহ প্রবীণ ও নবীণ উলামায়ে কেরাম ছাড়াও কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ সহ সাংবাদিক ও মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি) বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত কে সমুন্নত করার লক্ষ্যে ২০০৮ সাল থেকে কাজ করে যাচ্ছে। ২০২০ সালে পেনডেমিক ও লক ডাউন এবং তৎ-পরবর্তী নাজুক পরিস্থিতিতে ত্রাণ বিতরণ কার্যক্রম, ভবিষ্যত প্রজন্মকে ইসলাম মুখী করার জন্য মক্তব ক্লাস, এএমসি অল মিডিয়ার মাধ্যমে প্রয়োজনীয় এবং সম সাময়িক বিষয় ভিত্তিক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান, ফ্রি কোভিড টেস্ট, ভেকসিন সেবা সহ বিভিন্ন সমাজ সেবা মুলক কার্যক্রম অব্যাহত রেখেছে।